জাকিয়া বারী মম (ইংরেজি: Zakia Bari Momo) একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন।
২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেছেন।
কর্মজীবন
জাকিয়া বারী মম প্রথম টেলিভিশনে আবির্ভূত হন ১৯৯৫ সালে। তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরুষ্কার লাভ করেন। এরপর ২০০৬ সালে, লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভের ফলে, দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান মম। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবন
মম বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্য এবং নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তিনি এজাজ মুন্নাকে বিয়ে করেছেন।
এক নজরে জাকিয়া বারী মম
জন্ম | জাকিয়া বারী মম :আগস্ট ১৪, ১৯৮৫ ব্রহ্মপুর, ঢাকা, বাংলাদেশ |
---|---|
বাসস্থান | ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশি |
শিক্ষা | নাট্য এবং নাট্যতত্ত্ব |
শিক্ষা প্রতিষ্ঠান | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী এবং মডেল |
কার্যকাল | ২০০৬ – বর্তমান |
যে জন্য পরিচিত | লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা |
উল্লেখযোগ্য কাজ |
|
দম্পতি | এজাজ মুন্না |
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৬ | দারুচিনি দ্বীপ | রিয়াজ | তৌকির আহমেদ | সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেন |
২০১৪ | প্রেম করব তোমার সাথে | যায়েদ খান, আনিসুর রহমান মিলন | রকিবুল আলম | |
২০১৫ | ছুঁয়ে দিলে মন | আরিফিন শুভ | শিহাব শাহীন |
নাটকসমূহ
নাটক | সহ-শিল্পী | পরিচালক | বছর | টীকা |
---|---|---|---|---|
নীল প্রজাপতি | অপূর্ব | ২০১৩ | ||
লুকোচুরি | সজল নুর , শখ, বিন্দু, মোনালিসা, মেহজাবিন | শাহিন কবির টুটুল | ২০১৩ | |
নীলপরী নীলাঞ্জনা | তাহসান খান, সাজু খাদেম, প্রসুন আজাদ এবং অন্যান্য | শিহাব শাহীন | ২০১৩ | |
মায়ের জন্য | সজল নুর | ২০১৩ | ||
মেয়েটি কথা বলবে প্রেম করিবে না | নিলয় আলমগীর, রুনা খান, মুকুল সিরাজ, রেহেনা রাখী, লালু, ময়ীন | সালাউদ্দিন লাভলু | ২০১৩ | |
রঙতুলি | সজল নুর মোনালিসা, তানিয়া মীর সাব্বির | ইলিয়াস খান তমাল | ২০১৩ | |
ছাপাখানায় একটা ভুত থাকে | ইন্তেখাব দিনার, রিফাত চৌধুরী | সকাল আহমেদ | ২০১৩ | |
এক্লিপস | তাহসান, অপর্ণা ঘোষ | মাব্রুর রশীদ রান্না | ২০১৩ | |
শুধু একটা মিনিট | সজল নুর, নওশীন | জিয়াউদ্দীন আলম | ২০১৩ | |
ভালবাসার চতুষ্কোণ | অপূর্ব, মোটুসী, মৌসুমী হামিদ | শিহাব শাহীন | ২০১৩ | |
ফুচকা | সজল নুর, মৌসুমী নাগ | নুঝাত আলভী আহমেদ | ২০১২ | |
একটি স্যুটকেস এবং | ফেরদোস আহমেদ লীনা, মেলিন্দা | ইশমত আরা চৌধুরী শান্তি | ২০১২ |
পুরস্কার ও স্বীকৃতি
দারুচিনি দ্বীপ সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৭ জয়লাভ করে।
- জয়ী সেরা অভিনেত্রীঃ 'জাকিয়া বারী মম' ২০০৭
0 comments:
Post a Comment