কবরী সারোয়ার (অন্য নাম:সারাহ বেগম কবরী) ষাটের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা। তিনি চলচ্চিত্র সারেং বৌ
(ক্যাপ্টেন ওয়াইফ) অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন. তিনি একজন সংসদ সদস্য এবং আওয়ামী লীগ থেকে ডিসেম্বর 2008 সালে তার পদে নির্বাচিত করা হয়.
প্রাথমিক জীবন
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহন করেন অভিনেত্রী কবরী সারোয়ার৷ জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম
নগরীতে।। তাঁর আসল নাম মিনা পাল৷ পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি
লাবণ্য প্রভা পাল৷ ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে
আবির্ভাব কবরীর৷
অভিনয় জীবন
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং' ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম' উল্লেখযোগ্য৷
রাজনৈতিক জীবন
২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷
ব্যক্তিগত জীবন
সারওয়ার প্রথম চিত্ত চৌধুরী বিয়ে করেন, তিনি 1978 সালে তাঁকে ছেড়ে শফিউদ্দিন সারোয়ার ওরফে বাবু সারোয়ার বিয়ে তিনি রাজনৈতিক কারণে তার দ্বিতীয় স্বামী তালাক হয়েছে।তার পাঁচ ছেলে আছে।
এক নজরে কবরী সারোয়ার:
জন্ম | : ১৯ জুলাই ১৯৫০ বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ |
---|---|
বাসস্থান | : ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | : বাংলাদেশী |
অন্য নাম | : সারাহ বেগম কবরী, কবরী |
বংশোদ্ভূত | : বাঙালি |
পেশা | : অভিনেত্রী |
কার্যকাল | : ১৯৬৪ – বর্তমান |
সন্তান | : ৫ |
পিতা-মাতা | : শ্রীকৃষ্ণ দাস পাল শ্রীমতি লাবণ্য প্রভা পাল |
---|
মৃত্যু : কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায়, ২০২১ সালের ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
চলচ্চিত্রের তালিকা:
বছর
|
ফিল্ম শিরোনাম
|
ভূমিকা
|
পরিচালক
|
সহশিল্পী
|
নোট
|
|
1964
|
Sutrang
|
সুভাষ দত্ত
|
সুভাষ দত্ত
|
14 বছর বয়সে প্রথম ছবি
|
||
1965
|
Jolchhobi
|
ফারুক
|
ফারুক এর আত্মপ্রকাশ ফিল্ম
|
|||
Abirvab
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Bashori
|
আব্দুর রাজ্জাক
|
|||||
|
আব্দুর রাজ্জাক
|
|||||
1970
|
Dip Nebhe Nai
|
আব্দুর রাজ্জাক
|
||||
Dorpo
Churno
|
আব্দুর রাজ্জাক
|
|||||
1973
|
লালন ফকির
|
|||||
Titash Ekti Nadir Naam
|
ঋত্বিক ঘটক
|
|||||
1975
|
Sujon Sokhi
|
ফারুক
|
||||
Nil Akasher Niche
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Moynamoti
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Agountuk
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Akabaka
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Koto Je
Minoti
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Odhikar
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Smitituku
Thak
|
আব্দুর রাজ্জাক
|
|||||
1978
|
Sareng Bou
|
ফারুক
|
||||
Rongbaz
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Beiman
|
আব্দুর রাজ্জাক
|
|||||
অবাক পৃথিবী
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Kanch Kata Heera
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Upohar
|
আব্দুর রাজ্জাক
|
|||||
Amader
Sontan
|
আব্দুর রাজ্জাক
|
|||||
সাত ভাই চম্পা
|
||||||
Motimohol
|
||||||
Paruler
Sonsar
|
||||||
Arun Borun
|
||||||
কিরণ মালা
|
||||||
Heeramon
|
||||||
Sagor Bhasa
|
||||||
দেবদাস
|
||||||
Binimoy
|
উজ্জ্বল
|
উজ্জ্বল এর আত্মপ্রকাশ ফিল্ম
|
||||
মাসুদ রানা
|
সোহেল রানা
|
সোহেল রানা এর আত্মপ্রকাশ ফিল্ম
|
||||
Amar Jonmobhumi
|
আলমগীর
|
আলমগীর এর আত্মপ্রকাশ ফিল্ম
|
পুরস্কার ও স্বীকৃতি :
বছর
|
পুরস্কার
|
শ্রেণী
|
চলচ্চিত্র
|
ফল
|
|
1973
|
Bachsas পুরস্কার
|
শ্রেষ্ঠ অভিনেত্রীর
|
লালন ফকির
|
উপার্জিত
|
|
1975
|
Bachsas পুরস্কার
|
শ্রেষ্ঠ অভিনেত্রীর
|
|
উপার্জিত
|
|
1978
|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
|
শ্রেষ্ঠ অভিনেত্রীর
|
Sareng Bou
|
উপার্জিত
|
|
Bachsas পুরস্কার
|
শ্রেষ্ঠ অভিনেত্রীর
|
Sareng Bou
|
উপার্জিত
|
||
1988
|
Bachsas পুরস্কার
|
শ্রেষ্ঠ অভিনেত্রীর
|
Dui Jibon
|
উপার্জিত
|
|
2008
|
Bachsas পুরস্কার
|
অনারারি অ্যাওয়ার্ড
|
বিজয়ী
|
||
2009
|
Bachsas পুরস্কার
|
লাইফ টাইম অ্যাচিভমেন্ট
|
বিজয়ী
|
||
2013
|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
|
লাইফ টাইম অ্যাচিভমেন্ট
|
বিজয়ী
|
0 comments:
Post a Comment