কবরী সারোয়ার - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

কবরী সারোয়ার

কবরী সারোয়ার (অন্য নাম:সারাহ বেগম কবরী) ষাটের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা। তিনি চলচ্চিত্র সারেং বৌ (ক্যাপ্টেন ওয়াইফ) অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন. তিনি একজন সংসদ সদস্য এবং আওয়ামী লীগ থেকে ডিসেম্বর 2008 সালে তার পদে নির্বাচিত করা হয়.

প্রাথমিক জীবন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহন করেন অভিনেত্রী কবরী সারোয়ার৷ জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে।। তাঁর আসল নাম মিনা পাল৷ পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল৷ ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর৷

অভিনয় জীবন

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং' ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম' উল্লেখযোগ্য৷

রাজনৈতিক জীবন

২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷

ব্যক্তিগত জীবন 


সারওয়ার প্রথম চিত্ত চৌধুরী বিয়ে করেন, তিনি 1978 সালে তাঁকে ছেড়ে শফিউদ্দিন সারোয়ার ওরফে বাবু সারোয়ার বিয়ে তিনি রাজনৈতিক কারণে তার দ্বিতীয় স্বামী তালাক হয়েছে।তার পাঁচ ছেলে আছে।

এক নজরে কবরী সারোয়ার: 
জন্ম
:   ১৯ জুলাই ১৯৫০ (বয়স ৬৫)
     বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ
বাসস্থান :   ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা  :  বাংলাদেশী
অন্য নাম :   সারাহ বেগম কবরী, কবরী
বংশোদ্ভূত :   বাঙালি
পেশা :   অভিনেত্রী
কার্যকাল :   ১৯৬৪ – বর্তমান
সন্তান :   ৫
পিতা-মাতা :   শ্রীকৃষ্ণ দাস পাল
    শ্রীমতি লাবণ্য প্রভা পাল
    

  মৃত্যু          : কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায়, ২০২১ সালের ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

চলচ্চিত্রের তালিকা:

বছর
ফিল্ম শিরোনাম
ভূমিকা
পরিচালক
সহশিল্পী
নোট

1964

Sutrang


সুভাষ দত্ত

সুভাষ দত্ত

14 বছর বয়সে প্রথম ছবি 

1965

Jolchhobi



ফারুক

ফারুক এর আত্মপ্রকাশ ফিল্ম


Abirvab



আব্দুর রাজ্জাক



Bashori



আব্দুর রাজ্জাক



Je Agune Puri




আব্দুর রাজ্জাক


1970

Dip Nebhe Nai



আব্দুর রাজ্জাক


Dorpo Churno



আব্দুর রাজ্জাক


1973

লালন ফকির





Titash Ekti Nadir Naam


ঋত্বিক ঘটক



1975

Sujon Sokhi



ফারুক



Nil Akasher Niche



আব্দুর রাজ্জাক



Moynamoti



আব্দুর রাজ্জাক



Agountuk



আব্দুর রাজ্জাক



Akabaka



আব্দুর রাজ্জাক



Koto Je Minoti



আব্দুর রাজ্জাক



Odhikar



আব্দুর রাজ্জাক



Smitituku Thak



আব্দুর রাজ্জাক


1978

Sareng Bou



ফারুক



Rongbaz



আব্দুর রাজ্জাক



Beiman



আব্দুর রাজ্জাক



অবাক পৃথিবী



আব্দুর রাজ্জাক



Kanch Kata Heera



আব্দুর রাজ্জাক



Upohar



আব্দুর রাজ্জাক



Amader Sontan



আব্দুর রাজ্জাক



সাত ভাই চম্পা






Motimohol






Paruler Sonsar






Arun Borun






কিরণ মালা






Heeramon






Sagor Bhasa






দেবদাস






Binimoy



উজ্জ্বল

উজ্জ্বল এর আত্মপ্রকাশ ফিল্ম


মাসুদ রানা



সোহেল রানা

সোহেল রানা এর আত্মপ্রকাশ ফিল্ম


Amar Jonmobhumi



আলমগীর

আলমগীর এর আত্মপ্রকাশ ফিল্ম

পুরস্কার স্বীকৃতি :

বছর
পুরস্কার
শ্রেণী
চলচ্চিত্র
ফল

1973

Bachsas পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রীর

লালন ফকির

উপার্জিত

1975

Bachsas পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রীর

Sujon Sokhi


উপার্জিত

1978

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রীর

Sareng Bou

উপার্জিত

Bachsas পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রীর

Sareng Bou

উপার্জিত

1988

Bachsas পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রীর

Dui Jibon

উপার্জিত

2008

Bachsas পুরস্কার

অনারারি অ্যাওয়ার্ড


বিজয়ী 

2009

Bachsas পুরস্কার

লাইফ টাইম অ্যাচিভমেন্ট


বিজয়ী 

2013

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

লাইফ টাইম অ্যাচিভমেন্ট


বিজয়ী 

Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment