শাবনূর - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

শাবনূর

শাবনূর (জন্মঃ ১৭ ডিসেম্বর ১৯৭৯) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশী চলচ্চিত্রে নায়িকাদের মাঝে প্রথম অবস্থানে থেকে অভিনয় করেছেন।

জন্ম ও পারিবারিক পরিচিতি

শাবনুরের জন্ম ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে। তখন তার নাম রাখা হয় নুপুর। তার পিতার নাম শাহজাহান চৌধুরী। ২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে বিয়ে করে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি এক পুত্র সন্তানের মা হন; পুত্রের নাম আইজান নিহান।

চলচ্চিত্রে আগমন

শাবনূরের প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী রাতে’র নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। তিনি এরপর মেহেদি, অমিত হাসানের সাথেও ছবি করেন। পরে চিত্র নায়ক সালমান শাহের সাথে জুটি বেধে যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেন তার সবগুলোই ছিল ব্যবসায়িক মানদন্ডে সফল। তাকে তখন বলা হত নায়ক সালমান শাহ নির্ভর নায়িকা। একক যোগ্যতায় কোন ছবিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই এবং অন্য নায়কের বিপরীতে অভিনয় করেও তিনি কোন সফলতা পাবেন না। সালমান শাহ এর হঠাৎ মৃত্যুর পর শাবনূর অনেকটা নায়ক শুন্য হয়ে পড়েন। তিনি বলেনঃ “সালমানের অকালমৃত্যু গোটা চলচ্চিত্র শিল্পকে যেমন আঘাত করেছিল তেমনি আমার ক্যারিয়ারও তছনছ করে দিয়েছিল। মানসিকভাবে আমিও ভেঙ্গে পড়েছিলাম।” এরপর নির্মাতারা ওমর সানী, আমিন খানের সাথে তার জুটি বাঁধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তিনি নায়ক রিয়াজ এর বিপরীতে অভিনয় করে তিনি দারুন সফলতা অর্জন করেন। রিয়াজের পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না, শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন।

মূল্যায়ন

শাবনূর একজন নির্ভরযোগ্য নায়িকায় পরিণত হন তার কাজের মাধ্যমে ।শাবনূরের ইতিবাচক বৈশিষ্ট্য ছিল হৃদয়স্পর্শী প্রাণ প্রাচূর্য পূর্ণ হাসি। তার অভিনয় ক্ষমতা অসাধারণ। তার গ্ল্যামার ও নাচের পারঙ্গমতাও তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়।অভিনয়ের স্বীকৃতি সরূপ তিনি বাচসাস ও দর্শক ফোরাম পুরস্কার পেয়েছেন।

এক নজরে শাবনূরঃ 


জন্ম নুপুর
:ডিসেম্বর ১৭, ১৯৭৯ (বয়স ৩৬)
ঢাকা, বাংলাদেশ
বাসস্থান :ঢাকা
জাতীয়তা :বাংলাদেশী
পেশা :অভিনেত্রী
কার্যকাল :১৯৯৪–বর্তমান
উচ্চতা :৫ ফু ৩ ইঞ্চি (১.৬০ মি)
পুরস্কার :জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার)
মেরিল-প্রথম আলো পুরস্কার (১০ বার)

ছবির তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহ-শিল্পী নোট
১৯৯৪ তোমাকে চাই
মতিন রহমান সালমান শাহ
বিক্ষোভ
মোহাম্মদ হান্নান সালমান শাহ
বিচার হবে
শাহ আলম কিরণ সালমান শাহ
চাওয়া থেকে পাওয়া
রেজা হাসমত সালমান শাহ
১৯৯৫ আনন্দ অশ্রু
শিবলী সাদিক সালমান শাহ
জীবন সংসার
জাকির হোসেন রাজু সালমান শাহ
মহা মিলন
দিলীপ সম সালমান শাহ
স্বপ্নের পৃথিবী
বাদল খন্দকার সালমান শাহ
স্বপ্নের ঠিকানা
এম এ খালেক সালমান শাহ
১৯৯৬ সুজন সখী
শাহ আলম কিরণ সালমান শাহ
১৯৯৭ তুমি আমার
জহিরুল হক সালমান শাহ
স্বপ্নের নায়ক
নাসির আহমেদ সালমান শাহ ও আমিন খান
বুকের ভিতর আগুন
ছটকু আহমেদ সালমান শাহ ও ফেরদৌস
প্রেম পিয়াসী
রেজা হাসমত সালমান শাহ
মন মানেনা নদী মতিন রহমান রিয়াজ
তুমি শুধু তুমি
আবিদ হাসান বাদল রিয়াজ ও অমিত হাসান
১৯৯৮ ভালোবাসি তোমাকে
মহাম্মদ হান্নান রিয়াজ
বুক ভার ভালবাসা
ছটকু আহমেদ রিয়াজ
১৯৯৯ পৃথিবী তোমার আমার
বাদল খন্দকার রিয়াজ
বিয়ের ফুল নদী মতিন রহমান রিয়াজ ও শাকিল খান
কাজের মেয়ে নদী আজাদী হাসনাত ফিরোজ রিয়াজ
স্বপ্নের পুরুষ আলো মনোয়ার খোকন রিয়াজ
তোমার জন্য পাগল
শিল্পী চক্রবর্তী রিয়াজ ও অমিত হাসান
আশা আমার আশা আশা হেলাল খান রিয়াজ ও হেলাল খান
২০০০ নারীর মন
মতিন রহমান রিয়াজ ও শাকিল খান
এ বাধন যাবেনা ছিঁড়ে নুপুর এফ এই মানিক রিয়াজ
ভয়ংকর বিষু আলো মনতাজুর রহমান আকবর রিয়াজ
এই মন চাই যে..! সঙ্গীত মতিন রহমান রিয়াজ ও ফেরদৌস
২০০১ কারিশমা আলো এ কে এম সেলিম রিয়াজ
আমি তোমারি
মতিন রহমান রিয়াজ
হৃদয়ের বন্ধন সাগরিকা এফ এই মানিক রিয়াজ ও আমিন খান
প্রেমের তাজ মহল লিজা (আলো) গাজী মাহবুব রিয়াজ
প্রেমের জালা মিষ্টি নুপুর মান্নান ফেরদৌস
মিলন হবে কত দিনে পাথর জাকির হোসেন রাজু রিয়াজ
২০০২ এরই নাম দোস্তি: Ties Never Die নুপুর সাইদুর রহমান সাইদ রিয়াজ ও জয়
নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি মোহনা জাকির হোসেন রাজু রিয়াজ
শ্বশুর বাড়ি জিন্দাবাদ প্রেমা দেবাশীষ বিশ্বাস রিয়াজ
সুন্দরী বধু ঝুমুর আমজাদ হোসেন রিয়াজ
বস্তির মেয়ে
আজাদী হাসনাত ফিরোজ রিয়াজ ও ফেরদৌস
ও প্রিয়া তুমি কোথায় কাজল শাহাদাত হোসেন লিটন রিয়াজ ও শাকিব খান
ভালবাসা কারে কয় জুই জাকির হোসেন রাজু রিয়াজ ও বাপ্পারাজ
২০০৩ গুন্ডার প্রেম
বাদশা ভাই রিয়াজ
মন মনি মোস্তাফিজুর রহমান বাবু রিয়াজ ও শাকিল খান
মাটির ফুল ফুল মতিন রহমান রিয়াজ
নসিমন নসিমন আলী আজাদ রিয়াজ শাবনূর মায়ের ভূমিকায় প্রথম.
স্বপ্নের বাসর নদী এফ এই মানিক রিয়াজ ও শাকিব খান
২০০৪ স্বপ্নের ভালবাসা পারুল জিল্লুর রহমান রিয়াজ
২০০৫ ভালবাসা ভালবাসা ছবি মহাম্মদ হান্নান রিয়াজ
মোল্লা বাড়ীর বউ পারুল সালাউদ্দিন লাভলু রিয়াজ
২০০৬ দুই নয়নের আলো
মোস্তাফিজুর রহমান মানিক ফেরদৌস ও শাকিল খান বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০৮ মেয়ে সাক্ষী
মালেক বিশ্বাস রিয়াজ
২০০৯ তুমি আমার স্বামী তিথি মনতাজুর রহমান আকবর রিয়াজ
মন বসেনা পড়ার টেবিলে নুপুর আব্দুল মান্নান রিয়াজ
২০১০ চাদের মত বউ ঝর্না মহাম্মদ হোসেন রিয়াজ
মন ছুয়েছে মন চন্দ্রা মোস্তাফিজুর রহমান মানিক রিয়াজ
বধু তুমি কার
বি আর চৌধুরী রিয়াজ
ভালোবেসে বউ আনবো
চন্দন চৌধুরী রিয়াজ
এবাদত নুরজাহান এটিএম শামসুজ্জামান রিয়াজ
২০১১ গোলাপী এখন বিলতে
আমজাদ হোসাইন ফেরদাউস
২০১১ মা আমার চোখের মনি
মোস্তাফিজুর রহমান মানিক বাপ্পারাজ
২০১৩ শিরি ফরহাদ শিরি গাজী মাহবুব রিয়াজ
২০১৩ কিছু আশা কিছু ভালবাসা
মোস্তাফিজুর রহমান মানিক ফেরদাউস, মৌসুমী
২০১৩ স্বপ্নের বিদেশ
দিলীপ বিশ্বাস শাকিব খান
Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment