পূর্ণিমা (জন্মঃ ১১ জুলাই, ১৯৮১) একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল
জাকির হোসেন রাজু পরিচালিত 'এ জীবন তোমার আমার' ছবির মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমা অভিনীত বাম্পার হিট চলচ্চিত্রের মধ্যে রয়েছে মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ ও এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’। তার অভিনীত একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ মেঘের পরে মেঘ ’।
প্রাথমিক জীবন
বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৮১ সালের ১১
জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবারের ডাক নাম রিতা।
তাকে চলচ্চিত্র জগতে এনেছিলেন পরিচালক জাকির হোসাইন, পুর্ণিমার প্রথম ছবি
"এ জীবন তোমার আমার"।
ফিল্ম ক্যারিয়ার
পূর্ণিমার প্রথম ছবি "এ জীবন তোমার আমার" ১৯৯৭, যখন তিনি ক্লাস নাইনে পড়তেন। তার সব থেকে সফল ছবি "মনের মাঝে তুমি" ২০০৩, এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম।
২০০৪ সালে চাষী নজরুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি "মেঘের পরে মেঘ" ছবিতে অভিনয় করেন। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ও শুভাসিনী গল্প অবলম্বনে তৈরী। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে অন্যতম সুভা (২০০৬), যেখানে তিনি একটি বোবা চরিত্রে অভিনয় করেন। তার অন্যতম বাণিজ্যিক সফল ছবিগুলো হল "হৃদয়ের কথা" (২০০৬), "আকাশ ছোঁয়া ভালোবাসা" (২০০৮)। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি "পরাণ যায় জ্বলিয়া রে" (২০১০) এবং "মাটির ঠিকানা" (২০১১)
সর্বশেষ গত বছর ২০১৪ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। মুক্তিপ্রাপ্ত শেষ চলচ্চিত্রে যেমন তার বিপরীতে রিয়াজ ছিলেন ঠিক তেমনি পূর্ণিমার অভিষেকও হয়েছিলো জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয় করে। রিয়াজের বিপরীতেই পূর্ণিমা ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সাহিত্য চর্চা
ফেসবুকে গত ৩ নভেম্বর,২০১৫ নিজের লেখা একটা কবিতা পোস্ট করেছেন ঢাকাই ছবির অভিনেত্রী পূর্ণিমা। কবিতাটির প্রথম কয়েকটি লাইন ছিল—
‘অনিয়ম আমাদের নিয়ম, দুর্নীতি আমাদের নীতি
দুঃখ ঢাকি বিলাসিতায়, সুখ কেবলই স্মৃতি।’
এ কবিতাটি পড়ে অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন। কেউ কেউ তাঁকে নিয়মিত
লেখার অনুরোধও করেছেন। বেশ কয়েক মাস ধরেই শুটিং থেকে দূরে আছেন
চিত্রনায়িকা পূর্ণিমা।
দেড় বছর বয়সী একমাত্র মেয়ে আরশিয়াকে নিয়েই তাঁর যত ব্যস্ততা এখন।
কাজের জন্য যতটা সময় দরকার তা এখনো বের করতে পারছেন না তিনি। মেয়ের
দেখভাল করার পর যে সময়টুকু মেলে তখন টুকটাক লেখালেখির মধ্যেই থাকার চেষ্টা
করেন। এ সময়টাতে মনে যাই আসুক না কেন, তাইই লিখে রাখছেন বলেও জানিয়েছেন
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন,
‘অনেক দিন ধরেই ছবিতে কাজ করছি না। আরশিয়াকে দেখার পর হাতে সময় থাকে। নানা কিছু পড়ি ।
আর যখন যা মনে আসে তা টুকটাক লিখে রাখি।ফেসবুকে হঠাৎ করেই কবিতাটি পোস্ট করেছিলাম।
সবাই খুব প্রশংসা করেছে।’
ইদানীং গল্পও লিখছেন পূর্ণিমা। সামনে এগুলো নিয়ে কেউ যদি নাটক তৈরির জন্য আগ্রহী হন, তাতে খুশি হবেন পূর্ণিমা।
ব্যক্তিগত জীবন
তার বাবা মোহাম্মদ হানিফ এবং মা সুফিয়া বেগম. তার দুই বোন রেখা এবং দিলরুবা হানিফ হয়। তিনি ৪ নভেম্বর ২০০৭ ব্যবসায়ী এ আহমেদ ফরহাদ জামালকে বিয়ে করেন। তাদের কন্যা ১৩, ২০১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন, তারা তার নাম রাখেন আরশিয়া
উমাইজা ।
এক নজরে পূর্ণিমা
জন্ম | :জুলাই ১১, ১৯৮১ চট্টগ্রাম, বাংলাদেশ |
---|---|
অন্য নাম | :দিলারা হানিফ রীতা |
নাগরিকত্ব | :বাংলাদেশ |
পেশা | :অভিনেত্রী |
কার্যকাল | :১৯৯৮ – বর্তমান |
দম্পতি | :ফরহাদ (২০১০ - বর্তমান) |
চলচ্চিত্রের তালিকা
বছর
|
চলচ্চিত্র
|
ভূমিকা
|
পরিচালক
|
কো-শিল্পী
|
নোট
|
1997
|
E Jibon Tomar Amar
|
জাকির হোসেন রাজু
|
রিয়াজ
|
অভিনেত্রী পূর্ণিমা এই ছবিতে তার অভিনয় জীবন শুরু করেন.
|
|
2000
|
Mone
Rekho Amay
|
নাসির উদ্দিন
|
রিয়াজ
|
||
Khabordar
|
মোহাম্মদ হান্নান
|
রিয়াজ
|
|||
Ajker Dapot
|
এজে রানা
|
শাকিব খান
|
শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা
|
||
মায়ের সম্মান
|
গাজী জাহাঙ্গীর
|
রিয়াজ
|
|||
2001
|
Iblish
|
শেখ রুহুল আমিন
|
রিয়াজ
|
ফিল্ম ফ্যান্টাসি ভিত্তিক গল্প.
|
|
Nishwase Tumi Biswase Tumi
|
জাকির হোসেন রাজু
|
রিয়াজ ও শাবনূর
|
|||
Hingsar
Poton
|
গাজী জাহাঙ্গীর
|
শাকিব খান
|
|||
মায়ের জেহাদ
|
গাজী জাহাঙ্গীর
|
শাকিব খান
|
|||
শিকারী
|
ইস্পাহানী আরিফ জাহান
|
শাকিব খান
|
|||
Mejaj
Gorom,
|
গাজী জাহাঙ্গীর
|
শাকিব খান
|
|||
2002
|
লাল দরিয়া
|
এফ, আই মানিক
|
রিয়াজ
|
"সে আমার ভাল বাসার আয়না" জনপ্রিয় গায়ক মনির খান গান জন্য 2003 এর জাতীয় শ্রেষ্ঠ ছায়াছবির গান, বিজয়ী
|
|
2003
|
জামাই শশুর
|
শিরি
|
রিয়াজ
|
কমেডিয়ান প্রেমের গল্প.
|
|
মনের মাঝে তুমি
|
আনু / রেণু
|
মতিউর রহমান পানু
|
রিয়াজ , যীশু সেনগুপ্ত
|
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগ একটি ফিল্ম।
|
|
2004
|
Megher
Pore meg
|
চাষী নজরুল ইসলাম
|
রিয়াজ
|
ফিল্ম সম্পূর্ণই হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি.
|
|
টক-ঝাল-মিষ্টি
|
দেবাশীষ বিশ্বাস
|
রিয়াজ
|
|||
2005
|
শাস্তি
|
চন্দ্র
|
চাষী নজরুল ইসলাম
|
রিয়াজ
|
গল্পের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর এর ছোট গল্প শাস্তি
|
ছোট্ট একটু ভালোবাসা
|
দীপালি
|
জি সরকার
|
রিয়াজ
|
||
টাকা: আলটিমেট যাদু
|
শহীদুল ইসলাম খোকন
|
রিয়াজ
|
|||
2006
|
Hridoyer
Kotha
|
Adhora
|
এসএ হক অলিক
|
রিয়াজ
|
রিয়াজ প্রথম প্রযোজক ছবিটি বক্স অফিসে সুপার হিট ছিল.
|
Badha
|
রিয়াজ ও শাকিব খান
|
||||
Shuva
|
Shuvashini
|
শাকিব খান
|
গল্পের উপর ভিত্তি করে একটি নীরব মেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর
|
||
2007
|
সাথী তুমি কার
|
এমএম সরকার
|
রিয়াজ ও শাকিল খান
|
||
মা আমার সর্গ
|
গাজী জাহাঙ্গীর
|
শাকিব খান
|
|||
2008
|
Tomakei
Khujchi
|
কাজল
|
মতিন রহমান
|
রিয়াজ
|
ব্যবহারের বাংলাদেশী সকল দেশীয় ভাষা সঙ্গে সম্পূর্ণরূপে কৌতুকাভিনেতা গল্প.
|
Tumi
Kato Sundor
|
আবিদ হাসান বাদল
|
রিয়াজ
|
|||
Jiboner
Cheya Dami
|
মোস্তাফিজুর রহমান বাবু
|
রিয়াজ
|
আঘাত
|
||
আকাশ ছোঁয়া ভালোবাসা
|
Chhoa
|
এসএ হক আলিক
|
রিয়াজ
|
||
2009
|
Ke Ami
|
নীলিমা
|
ওয়াকিল আহমেদ
|
রিয়াজ
|
হলিউড বাংলাদেশে প্রথম চলচ্চিত্র স্টাইলিং.
|
ধনী গরীবের প্রেম
|
আবিদ হাসান বাদল
|
রিয়াজ
|
|||
Chirodin
Tumi Amar
|
এফ, আই মানিক
|
রিয়াজ ও অমিত হাসান
|
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রথমত পণ্য এটিএন বাংলা
|
||
Shromik
নেতাকে
|
কাজী মারুফ
|
||||
2010
|
Jamidaar
|
সোহানুর রহমান আকবর
|
রিয়াজ
|
||
পরাণ যায় জ্বলিয়ারে
|
সোহানুর রহমান সোহান
|
শাকিব খান
|
সুপার হিট
|
||
আমার স্বপ্ন
|
কাজী মারুফ
|
||||
এক পৃথিবী প্রেম
|
বিশেষ উপস্থিতি
|
এসএ হক অলিক
|
রিয়াজ
|
অপ্রকাশিত
|
|
অশান্ত মন
|
কাজী মারুফ , সাগতা
|
||||
স্বামী আমার আহঙ্কার
|
সোহানুর রহমান সোহান
|
রিয়াজ
|
অপ্রকাশিত
|
||
মা আমার জান
|
কাজী মারুফ
|
||||
Hridoyer
Mohonay
|
মতিন রহমান
|
রিয়াজ
|
অপ্রকাশিত
|
||
Ora Amake Valo Hote, Dilona
|
কাজী মারুফ
|
||||
আমার মা আমার আহঙ্কার |
কাজী মারুফ
|
||||
2011
|
মাটির ঠিকানা
|
শাহ আলম কিরণ
|
শাকিব খান
|
2011 জুন 10 এ মুক্তি পাবে
|
|
মায়ের জন্য পাগল |
কাজী মারুফ
|
||||
বন্ধু তুমি আমার
|
নজরুল ইসলাম
|
রিয়াজ
|
|||
Osro
Charo Kolom Dhoro
|
কাজী মারুফ
|
||||
2012
|
I Love You
|
মুশফিকুর রহমান গুলজার
|
শাকিব খান
|
2012 ফেব্রুয়ারি 3-এ মুক্তি পাবে
|
|
রাজা সূর্য খাঁ
|
নিরব হোসেন , কাজী মারুফ
|
||||
2013
|
জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার
|
এ ফ, আই মানিক
|
শাকিব খান , নায়ক রাজরাজ্জাক
|
2013 মে 10 এ মুক্তি পাবে
|
|
2014
|
চলতে থাকবে
|
ইফতেখার আহমেদ ফাহমি
|
তাহসান রহমান খান
|
||
Chaya Chobi
|
মোঃ মোস্তফা কামাল রাজ
|
আরেফিন শুভ
|
|||
Lova Pap Paper Mrtito
|
Shohanur
রহমান Shohan
|
রিয়াজ , আমিন খান
|
টেলিভিশনঃ
বছর
|
খেতাব
|
পরিচালক ও নাট্যকার
|
সহশিল্পী
|
নোট
|
2011
|
Laboratory
|
মাহবুবা ইসলাম সুমি
রবীন্দ্রনাথ ঠাকুর |
শোয়েব, ডলি
|
উপর aired নাটকে, চ্যানেল আই ঠাকুরের মৃত্যুর উপর
|
Nilimar
Prante
|
এসএ হক অলিক
|
উপর aired নাটকে, চ্যানেল আই ঈদ
|
||
Omanisha
|
এসএ হক অলিক
|
শাহরিয়ার শুভ
|
নাটকে ঈদ মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত
|
|
Oi Khane Jeonako Tumi
|
আরিফ খান
|
Tauquir আহমেদ ও মাহফুজ আহমেদ
|
ঈদ এনটিভিতে প্রচারিত নাটকে,
|
|
Ekhono Bhalobashi
|
মাহবুবা ইসলাম সুমি
গোলাম রব্বানী |
শাহরিয়ার শুভ
|
উপর aired টেলিফিল্ম, চ্যানেল আই ঈদ
|
|
2015
|
Prem Othoba Duhshopner Raat Din
|
তুহিন হোসেন
নূর সিদ্দিকী |
মোশাররফ করিম , ইরেশ যাকের
|
ঈদ এনটিভিতে প্রচারিত সিঙ্গল পর্ব নাটকে,
|
পুরস্কার
বছর
|
পুরস্কার
|
শ্রেণী
|
চলচ্চিত্র
|
ফল
|
2011
|
মেরিল প্রথম আলো পুরস্কার
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী
|
Mayer Jonno Pagol
|
মনোনয়ন
|
2011
|
ডায়মন্ড ওয়ার্ল্ড
চ্যানেল আই
অ্যাওয়ার্ড
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী
|
মনোনয়ন
|
|
2010
|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী
|
Ora Amake Bhalo Hote Dilo Na
|
উপার্জিত
|
2010
|
মেরিল প্রথম আলো পুরস্কার
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী
|
Poran Jay Joliare
|
মনোনয়ন
|
2008
|
মেরিল প্রথম আলো পুরস্কার
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী
|
Akash Choa Bhalobasha
|
মনোনয়ন
|
2005
|
মেরিল প্রথম আলো পুরস্কার
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী
|
Taka
|
মনোনয়ন
|
2004
|
মেরিল প্রথম আলো পুরস্কার
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী (ক্রিটিকস)
|
উপার্জিত
|
0 comments:
Post a Comment