আলিশা প্রধান - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

আলিশা প্রধান

আলিশা প্রধান (জন্ম ফেব্রুয়ারি ২২, ১৯৯২) একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক। তাকে প্রধানত টেলিভিশন বিজ্ঞাপন ও সিরিয়ালে দেখা যায়। অতিথি শিল্পী হিসেবে তার প্রথম অভিনীত সিনেমার হল এইতো ভালবাসা, যা মুক্তি পায় ২০১৩ সালে। প্রধান নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা হল চাষী নজরুল ইসলাম পরিচালিত "ভুল যদি হয়", যা অতি শীঘ্রই মুক্তি পাবে।

কর্মজীবন

আলিশা প্রধান একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিকাল ও সালসা নৃত্যশিল্পী। তিনি আবার হিপ-হপ এবং ফ্রি স্টাইল নাচও করেন। তার প্রথম অভিনীত সিনেমা চাষী নজরুল ইসলাম পরিচালিত "ভুল যদি হয়"। ২০১৩ সালের ডিসেম্বরে, একটি সিনেমা প্রযোজনা সংস্থা “কার্নিভাল মোশন পিকচার্স” বাংলাদেশে তাদের চারটি সিনেমার কাজ একসাথে শুরু করেছে, যার প্রত্যেকটিরই প্রধান নায়িকা আলিশা প্রধান। এরমধ্যে দুইটি সিনেমার নাম হল "অন্তরঙ্গ" এবং "মিয়া বিবি রাজী", যার প্রধান নায়ক ইমন। "'অন্তরঙ্গ"' সিনেমার কাজ ২০১৩ সালের ডিসেম্বরে শুরু হবে, যার পরিচালক চাষী নজরুল ইসলাম।

এক নজরে  আলিশা প্রধানঃ

জন্ম আলিশা প্রধান
:ফেব্রুয়ারি ২২, ১৯৯২ (বয়স ২৩)
ঢাকা, বাংলাদেশ
বাসস্থান :ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা :বাংলাদেশী
বংশোদ্ভূত :বাঙালি
নাগরিকত্ব :বাংলাদেশী
পেশা
  • মডেল
  • টেলিভিশন উপস্থাপক
  • অভিনেত্রী
কার্যকাল :২০০৯–বর্তমান
উচ্চতা :৫ ফু ৪ ইঞ্চি (১.৬৩ মি)

 

চলচ্চিত্র তালিকা

বছর সিনেমা চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০১৩     এইতো ভালবাসা -- ইমন, নিরব, নিপুন    আকতার -- বিশেষ উপস্থিতি
২০১৪ ভুল যদি হয় -- ইমন; সম্রাট চাষী নজরুল ইসলাম প্রধান অভিনেত্রী হিসেবে প্রথম সিনেমা
২০১১ ৬৯ পাতলা খান লেন -- ফেরদৌস আহমেদ প্রাণ, মৌসুমী পূর্ব-প্রযোজনা
২০১৩ অন্তরঙ্গ -- ইমন চাষী নজরুল ইসলাম চলমান
২০১৪ অজান্তে ভালবাসা -- সায়মন এ যে রানা চলমান
২০১৪ মিয়া বিবি রাজী -- সায়মন চাষী নজরুল ইসলাম পূর্ব-প্রযোজনা
২০১৪ মনপুরা প্রেম -- সায়মন কমল সরকার পূর্ব-প্রযোজনা
২০১৪ তুমি নেই কিছু নেই -- সায়মন, মিলন, তানভীর শোহানুর রহমান শোহান পূর্ব-প্রযোজনা

টেলিভিশন বিজ্ঞাপন

  • ইউরো কোলা
  • কোভা চকোলেট
  • বনফুল মিষ্টি
  • কিউট সাবান

পুরষ্কার

  • (দেবু অ্যাওয়ার্ড)-২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • বাচসাস- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • CJFB পুরষ্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • বাবিসাস পুরষ্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • মেজাব পুরষ্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • এটিএন বিনোদন পুরষ্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • স্টারডম পুরষ্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • ট্রাব পুরষ্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment