অপর্ণা ঘোষ বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। বেশকিছু টেলিভিশন ধারাবাহিক এবং খণ্ড নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৫), গাজী রাকায়েত হোসেন পরিচালিত মৃত্তিকা মায়া, সুতপার ঠিকানা ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন টেলিভিশন বিঞ্জাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা।
তিনি ২০০৬ সালে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচের একজন নির্বাচিত হন। ২০১৩ সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
প্রাথমিক জীবন
অপর্ণা ঘোষ তার ছেলেবেলা কাটান বাংলাদেশের চট্টগ্রামে। তার বাবা অলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা।
কর্মজীবন
অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে অকৃষ্ট হয়ে ২০০৪ সালের দিকে নান্দকিার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসাবে যোগ দেন তিনি। এরপর মঞ্চে উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, পাপপূর্ণ সহ বেশকয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন।
পরবর্তীকালে তবুও ভালোবাসি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। এবং মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রের মাধ্যমে তার বর্ড় পর্দায় অভিষেক ঘটে।
বিজ্ঞাপনচিত্র
অপর্ণা বসুন্ধরা কর্পোরেট, প্রাণ সস,
অটবি, নিডো, প্যরাসুট নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি
বাণিজ্যিক পণ্যের টেলিভিষণ বিঞ্জাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।
এক নজরে অপর্ণা ঘোষঃ
জন্ম | :চট্টগ্রাম, বাংলাদেশ |
---|---|
বাসস্থান | :ঢাকা |
জাতীয়তা | :বাংলাদেশী |
বংশোদ্ভূত | :বাঙালী |
নাগরিকত্ব | :বাংলাদেশ |
পেশা |
|
কার্যকাল | :২০০৬–বর্তমান |
যে জন্য পরিচিত |
|
উল্লেখযোগ্য কাজ | :নিচে দেখুন |
ধর্ম | :হিন্দু ধর্ম |
পিতা-মাতা |
|
পুরস্কার | :জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৩) |
চলচ্চিত্র তালিকা:
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে |
বছর | চলচ্চিত্র | চরিত্র | |||
---|---|---|---|---|---|
২০০৯ | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | ||||
২০১৩ | মৃত্তিকা মায়া | ||||
২০১৫ | মেঘমল্লার | আসমা | |||
২০১৫ | সুতপার ঠিকানা | সুতপা |
টেলিভিশন ধারাবাহিক
বছর | ধারাবাহিক নাটক | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৩ | ইচ্ছেঘুড়ি | ||
২০১৩ | ভালোবাসা কারে কয় | ||
২০১৪.০৮ | নীল আকাশের কালো রং | ||
হল্লাবাজি | |||
২০১৪ | মেড ইন চিটাগাং | ||
আদর্শলিপি | |||
২০১৪ | রাব্বু ভাইয়ের বউ | ||
২০১৫ | পাল্টা হওয়া | অপ্রকাশিত | |
অপূর্বা |
টেলিভিশন খণ্ড নাটক
বছর | খণ্ড নাটক | চরিত্র | |
---|---|---|---|
২০১৩ | রিস্টার্ট | ||
২০১৩ | নিয়ন জোছনায় পরী | পরী | |
আব্দুল জলিলে বিদেশ যাত্রা | উদাহরণ | ||
শেষ দুই দিন | |||
জীবন বদল | |||
ব্ল্যাংকপেজ | |||
তোমার আমার গল্প | |||
২০১৪ | ক্লোজআপ কাছে আসার গল্প ২ | ||
২০১৪ | ভার্চুয়াল লাভ | ||
২০১৪ | বিচারক | হেমশশী | |
২০১৪ | হাবিলদার হাতেম | শিউলী | |
২০১৫ | জীবন বদল | অপলা | |
২০১৫ | আশ্চর্য এক স্পর্শ | যূথী |
0 comments:
Post a Comment