রাফিয়াথ রশিদ মিথিলা (ইংরেজি: Rafiath Rashid Mithila জন্মঃ ২৫ মে ১৯৮০), যিনি মিথিলা নামেই বেশি পরিচিত, হলেন বাংলাদেশের
একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। তিনি গান
শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমিতে,
আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে।
শিক্ষাজীবন
তিনি প্রথম ভর্তি হন লিটল জুয়েলস স্কুলে। এরপর তিনি ভর্তি হন
ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন।
কর্মজীবন
তিনি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন।
এক নজরে মিথিলা
জন্ম নাম | :রাফিয়াথ রশিদ মিথিলা |
---|---|
জন্ম | :মে ২৫, ১৯৮০ বাংলাদেশ |
উদ্ভব | :বাংলাদেশ |
পেশা | :কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী, মডেল ও শিক্ষিকা |
ব্যক্তিগত জীবন
২০০৬ খ্রিস্টাব্দের ৩ আগস্ট তিনি বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসানকে। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি আইরা নামক কন্যাসন্তানের জন্ম দেন।
ডিস্কোগ্রাফি
তাহসান ফিচারিং মিথিলা
চলচ্চিত্র তালিকা
- টেলিভিশন
|
|
|
- প্রমিজ
বিজ্ঞাপন
- জুঁই নারিকেল তেল
- আফতাব গুড়া মসলা
- ক্লোজ আপ টুথপেস্ট
- রবি মোবাইল অপারেটর
- মেরিল পেট্রোলিয়াম জেলি
- সোহাগ বাস সার্ভিস
উপস্থাপনা
- ভালোবাসার গল্প
- ঈদ আনন্দে সুরের ছন্দে
- হানিমুন
বিচারক
ভ্যাসলিন হেলদি হোয়াইট
0 comments:
Post a Comment