পারভীন সুলতানা দিতি - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

পারভীন সুলতানা দিতি

পারভীন সুলতানা দিতি (৩১ মার্চ,১৯৬৫) একজন বাংলাদেশী অভিনেত্রী। তার জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’।

প্রাথমিক জীবন

১৯৮৪  সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রে আগমন

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির আগমন ঘটে। দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্রে তার অভিনিত এমন অনেক জনপ্রিয় ছবি আছে যা এখন ও বর্তমান প্রজন্মের দর্শক এর কাছেও জনপ্রিয়।

ছোট পর্দায় আগমন

বর্তমানে দিতি ছোট পর্দার কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন । এ ছাড়া তিনি রান্না বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।


ব্যাক্তিগত জীবন

দিতি ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেনতার এক কন্যা, লামিয়া, এবং এক ছেলে, দ্বীপ্ত হয়েছেতারা কানাডায় অধ্যয়নরত আছেন   

এক নজরে দিতিঃ

 

জন্ম পারভীন সুলতানা দিতি
:৩১ মার্চ ১৯৬৫ (বয়স ৫০)
সোনারগাঁও,নারায়ণগঞ্জ
জাতীয়তা :বাংলাদেশী
বংশোদ্ভূত :বাঙালি
নাগরিকত্ব :বাংলাদেশী
পেশা :চলচ্চিত্র অভিনেত্রী
কার্যকাল :১৯৮৪ – বর্তমান
যে জন্য পরিচিত :চলচ্চিত্র অভিনেত্রী
ধর্ম :মুসলিম
দম্পতি :সোহেল চৌধুরী, ইলিয়াস কাঞ্চন (তালাকপ্রাপ্ত)

উল্লেখযোগ্য সিনেমা

  • হীরামতি
  • দুই জীবন
  • ভাই বন্ধু
  • উছিলা
  • লেডি ইন্সপেক্টর
  • খুনের বদলা
  • আজকের হাঙ্গামা
  • স্নেহের প্রতিদান (১৯৯৯)
  • শেষ উপহার
  • চরম আঘাত
  • স্বামী-স্ত্রী
  • অপরাধী
  • কালিয়া
  • কাল সকালে(২০০৫
  • মেঘের কোলে রোদ(২০০৮)
  • আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
  • মুক্তি (২০১৪)
  • কঠিন প্রতিশোধ (২০১৪)
  • জোনাকির আলো (২০১৪)
  • তবুও ভালোবাসি (২০১৩)
  • পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
  • হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
  • মাটির ঠিকানা (২০১১)
  • নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)
  • দূর্জয় (১৯৯৬)
  • সুইট হার্ট (নির্মানাধীন)
  • ধূমকেতু (নির্মানাধীন)

 

 

 পুরস্কার সফলতা

বছর
পুরস্কার
শ্রেণী
চলচ্চিত্র
ফল

1987

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা পার্শ্ব অভিনেত্রী

 স্বামী স্ত্র

উপার্জিত
 

Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment