কাজী নওশাবা আহমেদ (ইংরেজি:Quazi Nawshaba Ahmed) বাংলাদেশের অভিনেত্রী। তিনি একাধারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়।
জন্ম ও পড়াশোনা
নওশাবার জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে। শ্যামলীর আদাবরে বড় হয়েছেন। বাবা
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ
সেলিম। শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেনী পর্ক্লাযন্সত পড়াশোনা করে
হলিক্রস স্কুল ও কলেজে ভর্তি হন নওশাবা। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এসএসসি
এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা
অনুষদ থেকে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ
করেন।
এক নজরে নওশাবা
কাজী নওশাবা আহমেদ | |
---|---|
জন্ম | :৮ মে বাংলাদেশ |
জাতীয়তা | :বাংলাদেশী |
পেশা | :অভিনেতা |
যে জন্য পরিচিত | :মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী |
দম্পতি | :এহসান রহমান |
সন্তান | :প্রকৃতি নাজরানা আহমেদ বেলা |
অভিনয় জীবন
মঞ্চে অভিনয়
প্রথম মঞ্চনাটক সোনাটা-তে (sonata) (২০১১) অভিনয় করেন তিনি। এই নাটকের পরিচালক ছিলেন মুকুল আহমেদ।
টেলিভিশন
নওশাবার প্রথম নাটকের নাম ছোটবেলা বড়বেলা। অভিনীত প্রথম ধারাবাহিক জুয়েল মাহমুদ পরিচালিত ললিতা। তিনি দীর্ঘ ছয় বছর সিসিমপুরের ইকরি মিকরি চরিত্রে কণ্ঠদান ও পাপেটটি পরিচালনার সাথে যুক্ত ছিলেন। সিসিমপুরের ভূতো পাপেট চরিত্রেও তিনি অভিনয় করেন।
বিজ্ঞাপন
বাংলালিংকের লেডিস ফার্স্টের বিজ্ঞাপন ছিল তার প্রথম বিজ্ঞাপন। এছাড়াও
তিনি গ্রামীণফোন, বিবিসি সংলাপ, নেসক্যাফে, ম্যারিডিয়ান চিপস ও টেলিটকের
বিজ্ঞাপনে অভিনয় করেন।
চলচ্চিত্র
নওশাবা অমিত আশরাফের পরিচালনায় "উধাও" চলচ্চিত্রে অভিনয় করেন।
0 comments:
Post a Comment