কবিতা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী যিনি নায়িকা ববিতার সমসাময়িক ছিলেন।
চলচ্চিত্রে আগমন
১৯৬৭ সালে পাপিয়া নামে শিশু শিল্পী হিসেবে প্রথম তিনি অভিনয় করেন
‘কাঞ্চন মালা’ ছবিতে।পর্ব ১৯৬৯ সালে মলুয়া নামের সিনেমাতে নায়িকা হিসেবে
অভিনয় করেন এবং নাম ধারণ করেন কবিতা।ষাটের দশকে তিনি সহ নায়িকা হিসেবে
বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।পরে তিনি সত্তরের দশকে তিনি নায়িকা
চরিত্রে অভিনয় করেন তাঁর অভিনয় ক্ষমতার জন্য।কবিতা যখন নায়িকা হিসেবে
খ্যাতির মধ্য গগনে তখন একজন ব্যবসায়ীকে বিয়ে করে চলচ্চিত্র জগত থেকে
বিদায় নেন।
১৯৮২ সালে পারিবারিক বিপর্যয়ের মুখে তিনি ব্যবসায়ী স্বামীর সাথে
সম্পর্কের পাট চুকিয়ে দেন। তিনি তখন আবার চলচ্চিত্রের জগতে আসার চেষ্টা
চালালেও সফল হননি।কবিতা দেখতে সুদর্শনা, নৃত্যে কুশলী এবং অভিনয়ে স্বছন্দ
ছিলেন।‘ধন্যি মেয়ে’ নামের চলচ্চিত্রে যমজ মেয়ের অভিনয় করে তিনি
সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
- ধন্যি মেয়ে
- কাঞ্চনমালা
- মলুয়া (১৯৬৮)
- জংলী মেয়ে
- সাইফুল মুলুক বদিউজ্জামান
- ছোটো সাহাব
- স্বপ্ন দিয়ে ঘেরা
- বাহরাম বাদশাহ
- বাঘা বাঙ্গালী
- কে আসল কে নকল
- নকল মানুষ
- পিঞ্জর
- জেহাদ
- লড়াকু
0 comments:
Post a Comment