ইয়ামিন হক ববি - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

ইয়ামিন হক ববি

ইয়ামিন হক ববি (জন্ম ১৮ আগষ্ট ১৯৮৭), ববি (ইংরেজী: Eamin Haque) নামেও পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। তিনি ডিসেম্বর ২০১৩ “অ্যাকশন জেসমিন” নামে একটি সিনেমায় অভিনয় করছেন।

শৈশব ও শিক্ষাজীবন

ববি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহন করেন এবং বেড়ে উঠেন। তার পিতা কে এম এনামুল হক এবং মাতা ভিকারুন্নেসা হক। তিনি নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাগ্রহণ করেনঃ
  • প্রাইমারি স্কুল- কামরুন্নেসা হাই স্কুল, ধানমণ্ডি ৷
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি): মণিপুর উচ্চ বিদ্যালয়
  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি): আজমজী ক্যান্টনমেন্ট কলেজ।
  • ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ): ইস্টার্ণ ইউনিভার্সিটি, ঢাকা।

ক্যারিয়ার

তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি একটি সৌন্দর্য অনুষ্ঠানে মিস এশিয়া প্যাসিফিক নামে একটি পুরষ্কার জিতেন। প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। তাকে মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা “ইঞ্চি ইঞ্চি প্রেমে” প্রথমবারের মত বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। তার আরেকটি মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা সিনেমা শাকিব খান অভিনীত “রাজত্ত্”। ববি আরো কয়েকটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এগুলো হলঃ স্বপ্ন ছোয়া, সালাম মালয়েশিয়া, অ্যাই ডোন্ট কেয়ার এবং সুপার স্টার। ২০১৩ সালের ডিসেম্বর থেকে তিনি ""অ্যাকশন জেসমিন"" সিনেমার অভিনয় শুরু করেছেন।

এক নজরে  ইয়ামিন হক ববি

জন্ম ইয়ামিন হক
:১৮ আগষ্ট ১৯৮৭
ঢাকা, বাংলাদেশ
শিক্ষা :মণিপুর উচ্চ বিদ্যালয়
পেশা :চলচ্চিত্র অভিনেত্রী
কার্যকাল :২০১০-বর্তমান
উচ্চতা :৫ ফু ৭ ইঞ্চি (১.৭০ মি)
ধর্ম :ইসলাম

চলচ্চিত্র

২০১০ সিনেয়াম চরিত্র সহ-শিল্পী পরিচালক মুক্তির তারিখ টিকা
২০১০ খোঁজ : দ্য সার্চ ক্যাপ্টেন ববি অনন্ত ইফতেখার চৌধুরী ১৬ এপ্রিল ২০১০ ববির অভিনীত প্রথম চলচ্চিত্র
২০১৩ দেহরক্ষী শোহানা মারুফ আনিসুর রহমান মিলন ইফতেখার চৌধুরী ১২ এপ্রিল ২০১৩ বছরের ব্লকবাস্টার
ফুল এন্ড ফাইনাল রিমঝিম শাকিব খান মালেক আফসারী ১৬ অক্টোবর ২০১৩ বছরের ব্লকবাস্টার
ইঞ্চি ইঞ্চি প্রেম  মেঘা বাপ্পি চৌধুরী রাজু চৌধুরী ১৫ নভেম্বর ২০১৩ সুপার হিট
২০১৪ রাজত্ব রিহানা শাকিব খান ইফতেখার চৌধুরী ৭ মার্চ ২০১৪
অ্যাকশন জেসমিন দ্বীপা/জেসমিন সায়মন সাদিক ইফতেখার চৌধুরী
চলমান 
স্বপ্নছোঁয়া শিহানা সায়মন সাদিক শফিক হাসান

ওয়ান ওয়ে আইভি বাপ্পি চৌধুরী ইফতেখার চৌধুরী
চলমান
হিরো : দ্যা সুপারস্টার -- শাকিব খান বদিউল আলম খোকন
পরবর্তী চলচ্চিত্র
আই ডোন্ট কেয়ার -- বাপ্পি চৌধুরী মোহাম্মদ হোসেন
চলমান
সালাম মালেয়শিয়া -- শাকিব খান মোন্তাজুর রহমান আকবর
পরবর্তী চলচ্চিত্র 
ফলো মি
সায়মন সাদিক রাজু চৌধুরী
পরবর্তী চলচ্চিত্র
২০১৫ পিকনিক --
ইফতেখার চৌধুরী
পরবর্তী চলচ্চিত্র
না বলা ভালোবাসা -- ইমন

পরবর্তী চলচ্চিত্র

পুরষ্কার ও সম্মাননা

  • মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১ বিজয়ী
  • মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩- ফুল এন্ড ফাইনাল সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়নপ্রাপ্ত
Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment