আগমন
৯০-এর দশকের শুরুতে মূলত গৎবাঁধা ছবি ও একই নায়ক-নায়িকা দেখতে দেখতে
বাংলাদেশের জন সাধারণ মারাত্নক ক্লান্ত হয়ে পড়েছিল।এমন সময়ে ‘চাঁদনী’ নামক চলচ্চিত্রের মুক্তি ছিল তাদের জন্য স্বস্তির।প্রবীণ পরিচালক এহতেশাম অনেক ঝুঁকি নিয়ে ছবিটি তৈরি করেন এবং সফল হন।এই ছবিটি সুপারহিট হয়, যা পালটে দেয় তখনকার বাংলাদেশের চলচ্চিত্রের গতিধারা। শাবনাজ ও নাঈম জুটির প্রথম ছবি এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’। কয়েক বছরের চলচ্চিত্রের ক্যারিয়ারে তাঁরা জুটি হয়ে অভিনয় করেন বিশটির মতো ছবিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’,‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।
প্রভাব
নায়িকা শাবনাজের পথ ধরে চলচ্চিত্রে শুরু হয় নতুন শিল্পীদের আগমন ধারা।একে একে চলচ্চিত্রে আসেন শাহনাজ, শাবনূরের মতো নায়িকারা। ক্যারিয়ারের মধ্য গগনে তিনি তার প্রথম ছবির নায়ক নাঈমকে
বিয়ে করে ফেলেন। ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন এ জুটি। সংসারে মনোনিবেশ
করায় তিনি আর চলচ্চিত্রে তেমন সময় দিতে পারেননি।আস্তে আস্তে শাবনাজ চলচ্চিত্র জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যান।তাঁর স্বামী নাঈমও চলচ্চিত্র থেকে বিদায় নেন।
এক নজরে শাবনাজ
জন্ম | :শাবনাজ |
---|---|
পেশা | :গৃহিনী |
যে জন্য পরিচিত | :চলচ্চিত্র অভিনেত্রী |
চলচ্চিত্র সমূহ
- চাঁদনী
- আজকের হাঙ্গামা
- জিদ
- চোখে চোখে
- অনুতপ্ত
- সোনিয়া
- আমি তোমার প্রেমে পাগল
- আগুন জ্বলে
- জনম জনম
- প্রেমের সমাধি
- প্রেমের অহংকার
- টাকার অহংকার
- আঞ্জুমান
- মায়ের অধিকার
- সত্যের মৃত্যু
- দেশদ্রহী
- আশা ভালোবাসা
0 comments:
Post a Comment