রানী সরকার - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

রানী সরকার

রানী সরকার বা মোসাম্মৎ আমিরুন নেসা খানম (ইংরেজি: Rani Sarkar) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী তিনি ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে

প্রাথমিক জীবন

রানী সরকার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সোলেমান মোল্লা এবং মা আছিয়া খাতুন। তিনি সাতক্ষীরার সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক পাঠক্রম শেষ করেন। এরপর তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন।
রানী সরকার


জন্ম
মোসাম্মৎ আমিরুন নেসা খানম
সাতক্ষীরা জেলা, বাংলাদেশ
বাসস্থান
সাতক্ষীরা জেলা, বাংলাদেশ
জাতীয়তা
বাংলাদেশী
পেশা
অভিনেত্রী
কার্যকাল
১৯৫৮বর্তমান
উল্লেখযোগ্য কাজ
  • চান্দা
  • তালাশ
  • কাঁচের দেয়াল
ধর্ম
     ইসলাম
পিতা-মাতা(গণ)
  • সোলেমান মোল্লা (বাবা)
  • আছিয়া খাতুন (মা)




অভিনয় জীবন

রানী সরকারের অভিনয় জীবন শুরু করেন ১৯৫৮ সালে বঙ্গের বর্গী মঞ্চনাটকের মাধ্যমে। এই বছরই তার চলচ্চিত্রে অভিষেক হয় জে কারদার পরিচালিত দূর হ্যায় সুখ কা গাঁও চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তার পিতৃপ্রদত্ত নাম মেরীর বদলে নতুন নাম হয় রানী সরকার। চান্দা চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছায়াছবি তালাশ বাংলা ছায়াছবি নতুন সুর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই ছায়াছবি দুটিও বেশ জনপ্রিয় হয়। এরপর তিনি প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্রের তালিকা
                                    


মুক্তির তারিখ
চলচ্চিত্র
১৯৫৮
  • দূর হ্যায় সুখ কা গাঁও
১৯৬২
  • চান্দা
১৯৬৩
  • তালাশ
১৯৬৩
  • নতুন সুর
১৯৬৩
  • কাঁচের দেয়াল
১৯৬৪
  • সঙ্গম
১৯৬৪
  • সুতরাং
১৯৬৬
  • বেহুলা
১৯৬৭
  • সাইফুল মূলক বদিউজ্জামান
১৯৬৭
  • নবাব সিরাজউদদৌলা
১৯৬৭
  • আনোয়ারা

  • বন্ধন

  • ঘর ভাঙা ঘর

  • কে তুমি

  • ইস ধারতি পার

  • পেয়সে

  • কেয়সে কাহু

  • আযান

  • মলুয়া

  • অরুণ বরুণ কিরণ মালা

  • নাচঘর

  • ছদ্মবেশী

  • চোখের জলে

  • রেশমি চুড়ি

  • নোলক

  • মৎস্য কুমারী

  • পথে হলো দেখা

  • সেই তুফান

  • মায়ার সংসার

  • ভানুমতি

  • টাকার খেলা

  • ভাওয়াল সন্ন্যাসী
১৯৭০
  • কাঁচ কাটা হীরা
১৯৭১
  • নাচের পুতুল
১৯৭৩
  • তিতাস একটি নদীর নাম
১৯৭৩
  • সমাধান
১৯৭৩
  • রংবাজ
১৯৭৬
  • সূর্য গ্রহণ
১৯৭৭
  • সূর্যকন্যা
১৯৮০
  • সখী তুমি কার
১৯৮২
  • দেবদাস
১৯৮৪
  • চন্দ্রনাথ
১৯৮৫
  • প্রিন্সেস টিনা খান
১৯৮৫
  • মিস ললিতা
১৯৮৬
  • শুভদা
১৯৮৬
  • শ্যাম সাহেব
২০০৬
  • ঘানি
২০০৬
  • আয়না
২০০৯
  • এবাদত
২০০৯
  • থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
২০১০
  • অবুঝ বউ
২০১২
  • কারিগর
২০১৩
  • একই বৃত্তে
২০১৪
  • নেকাব্বরের মহাপ্রয়াণ


পুরস্কার সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • আজীবন সম্মাননা পুরস্কার - ২০১৪

Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment