শবনম বুবলি একজন বাংলাদেশী অভিনেত্রী এবং সংবাদ পাঠিকা। তিনি
বাংলাভিশনে সংবাদ পাঠ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্র দিয়ে বড়
পর্দায় অভিনয় শুরু করেন।
প্রাথমিক জীবন
|
বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি
অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেন
নি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন এবং
তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন।
চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। তার বড় বোন নাজনীন মিমি একজন
সঙ্গীতশিল্পী এবং মেজবোন শারমিন সুইটি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা।
শবনম বুবলি
|
জন্ম
|
শবনম ইয়াসমিন বুবলি
সোনাইমুড়ি, নোয়াখালী, বাংলাদেশ |
বাসস্থান
|
ঢাকা, বাংলাদেশ
|
জাতীয়তা
|
বাংলাদেশী
|
জাতিসত্তা
|
বাঙালি
|
শিক্ষা
|
অর্থনীতি (স্নাতক)
|
পেশা
|
সংবাদ পাঠিকা, অভিনেত্রী
|
কার্যকাল
|
২০১৩-বর্তমান
|
ধর্ম
|
ইসলাম
|
আত্মীয়
|
নাজনীন মিমি (বোন)
শারমিন সুইটি (বোন) |
কর্মজীবন
|
বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের
জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে
বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব
দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু
নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। এই
চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন
তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী
এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি
পায়।
চলচ্চিত্র তালিকা
বছর
|
চলচ্চিত্রের শিরোনাম
|
চরিত্র
|
পরিচালক
|
টীকা
|
২০১৬
|
বসগিরি
|
শামীম আহমেদ রনি
|
প্রথম অভিনীত চলচ্চিত্র
|
|
শুটার
|
রাজু চৌধুরী
|
পুরস্কার
|
মেরিল-প্রথম আলো পুরস্কার
|
সাল
|
চলচ্চিত্রের নাম
|
বিভাগ
|
২০১৬
|
বসগিরি
|
শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী (চলচ্চিত্র ও টেলিভিশন)
|
0 comments:
Post a Comment