মিরান্ডা টেইলর কসগ্রভ - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

মিরান্ডা টেইলর কসগ্রভ


মিরান্ডা টেইলর কসগ্রভ (জন্মেছেন মে ১৪,১৯৯৩) একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। তার কর্মজীবন শুরু হয় মাত্র ৩ বৎসর বয়সে, যখন তিনি টেলিভিশন বিজ্ঞাপনে অংশ নেন। তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০০৩-এ স্কুল অফ রক অভিনয়ের মাধ্যমে। ক্রমান্বয়ে তিনি টেলিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশগ্রহন করেন। কিছু বছর পর নিকোলেদিয়ন টেলিভিশন সিরিজ আইকার্লিতে কার্লি শে ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ২০১০-এ আইকার্লির প্রতিটি পর্বের জন্য ১৮০০০০$ মার্কিন ডলার পান , যার ফলে তিনি হন সর্ব্বোচ্চ আয় করা শিশু অভিনয় শিল্পীদের মধ্যে দ্বিতীয়।  ২০১২ এর গ্রিনিচ ওয়ার্ল্ড রের্কড এর শিরোনামে আসেন সব্বোর্চ্চ আয়করা শিশু শিল্পীর তালিকায়। ২০১৩ তে মার্গো চরিত্তে ডেসপিকেবল মি ২ এ পুনরায় কন্ঠ অভিনয় করেন। ২০১২-এ তাঁর "ড্যান্সিং ক্রেজি" গানটি ব্যাপক আলোড়ন তোলে (লেখক অ্যাভ্‌রিল লাভিন) সে বছর এটি মার্কিনবিলবোর্ডে ৪০ নম্বরে থাকে।

মিরান্ডা টেইলর কসগ্রভ
জন্ম
মিরান্ডা টেইলন কসগ্রভ
মে ১৪, ১৯৯৩ (বয়স ২৩)
লস অ্যাঞ্জেলেস , ক্যালিফোর্নিয়া,
যুক্তরাস্ট্র
শিক্ষা
ইউনির্ভাসিটি অফ সাউদান ক্যালিফোর্নিয়া
পেশা
  • অভিনেত্রী ,গায়িকা ,গীতিকার
কার্যকাল
২০০১–বর্তমান
টেলিভিশন
ড্রেক এন্ড জোস,আইকার্লি,ক্রাউডেড

সঙ্গীত কর্মজীবন
ধরন
পপ
পপ রক
বাদ্যযন্ত্রসমূহ
ভোকাল
গিটার
লেবেল
কলাম্বিয়া
সহযোগী শিল্পী
ড্রেক বেল

কনসার্ট ভ্রমন

ড্যান্সিং ক্যাজি ট্যুর (২০১১)
সামার ট্যুর (২০১২)

Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment