কিম্বার্লি "কিম" কার্দাশিয়ান ওয়েস্ট (née কিম্বার্লি নোয়েল কার্দাশিয়ান; ২১অক্টোবর, ১৯৮০) একজন মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ীমহিলা এবং মডেল। তিনি লস এন্জেলেসে জন্মগ্রহন করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। প্যারিস হিলটন এর সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে তিনি মিডিয়ার নজরে আসেন, কিন্তু ২০০৩ এ তারঁ সাবেক সঙ্গী রে জে এর সঙ্গে একটি যৌনকর্মের ভিডিওর মাধ্যমে তিনি আরো আলোচনায় আসেন, যেটা ২০০৭ এ ফাস হয়েছিলো। এ বছরের পরেই তিনি এবং তারঁ পরিবার রিয়েলিটি শো কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস এ শো করতে থাকেন।
কিপিং আপ এর সাফল্যের পরে তিনি আসেন কোর্টনি এন্ড কিম টেইক নিউইর্য়ক এবং কোর্টনি এন্ড কিম টেইক মায়ামিতে। কার্দাশিয়ানের সঙ্গী র্যাপার কানইয়ে ওয়েস্ট এর সঙ্গে ২০১৪ এ সম্পর্ক থাকায় সে বছর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ঘটনাটি সে বছর ব্যাপক হারে আলোচিত হয়েছিলো। সাম্প্রতিক বছরগুলোতে নিজের পরিচয়ে কিছু ব্যবসা পরিচালনা করে চলেছেন।যেমন:- মোবাইল গেইম, মেক-আপ পণ্য, এবং ২০১৫ এ ছবির বই সেলফিস। সবোর্চ্চ বেতন প্রাপ্ত টেলিভিশন রিয়েলিটি ব্যক্তিত্বের মধ্যে তিনি সবার উপরে উঠে আসেন,তাঁর মোট আয় US$৫৩ মিলিয়ন।.
|
কিম কার্দাশিয়ান
|
|
জন্ম
|
কিম্বার্লি নোয়েল কার্দাশিয়ান
২১ অক্টোবর ১৯৮০ Los Angeles, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাস্ট্র |
|
বাসস্থান
|
হিডেন হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাস্ট্র
|
|
অন্য নাম
|
কিম কার্দাশিয়ান ওয়েস্ট
|
|
শিক্ষা
|
ম্যারামাউন্ট হাই স্কুল
|
|
পেশা
|
·
টেলিভিশন ব্যক্তিত্ব
·
অভিনেত্রী
·
সমাজকর্মী
·
মডেল
|
|
কার্যকাল
|
২০০৭–বর্তমান
|
|
বেতন
|
ইউএস$৫২.৫ (২০১৫)
|
|
টেলিভিশন
|
কিপিং আপ উইথ দ্যা কার্দাশিয়ানস
|
|
দাম্পত্য সঙ্গী
|
ডেমন থমাস (বি. ২০০০–০৪)
ক্রিস হামপাইরেস (বি. ২০১১–১৩) কানইয়ে ওয়েস্ট (বি. ২০১৪) |
|
সন্তান
|
২
|
|
পিতা-মাতা(গণ)
|
·
ক্রিস জেনার (mother)
·
রবার্ট কার্দাশিয়ান (father)
|
|
আত্মীয়
|
·
কোর্টনি কার্দাশিয়ান (বোন)
·
ক্লোয়ি কার্দাশিয়ান (বোন)
·
রব কার্দাশিয়ান (ভাই)
·
ক্যান্ডাল জেনার (সৎ বোন)
·
কাইলী জেনার (সৎ বোন)
|
|
জন্ম
|
কিম্বার্লি নোয়েল কার্দাশিয়ান
২১ অক্টোবর ১৯৮০ Los Angeles, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাস্ট্র |
|
চলচ্চিত্র
|
|
বছর
|
শিরোনাম
|
চরিত্র
|
টীকা
|
সূত্র
|
|
২০০৮
|
ডিজাস্টার মুভি
|
লিসা টেলর
|
|
|
|
২০০৮
|
ডীপ ইন দ্য ভ্যালে
|
সুমা ইভ
|
|
|
|
২০১৩
|
টেম্পটেশন: কনফেশন্স অব অ্যা ম্যারেজ কাউন্সেলর
|
আভা
|
|
|
|
২০০৮
|
ডিজাস্টার মুভি
|
লিসা টেলর
|
|
|

0 comments:
Post a Comment