নুসরাত ফারিয়া (জন্মঃ ৮ সেপ্টেম্বর ১৯৯৩) হলেন বাংলাদেশের একজন উপস্থাপক এবং মডেল। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি নজর পরিচিত।
জন্ম ও পারিবারিক পরিচিতি
নুসরাত ফারিয়ার জন্ম ১৯৯৩ সালের ৪ সেপ্টেম্বর। তার শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে; বর্তমানেও সেখানেই বসবাস করছেন। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস।
শিক্ষা জীবন
শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১০ সালে
এসএসসি এবং রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পরীক্ষায়
উত্তীর্ণ হন তিনি। বর্তমানে তিনি ইন্ডিপেন্ডন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
(আইইউবি) থেকে বিবিএ-তে গ্রাজুয়েশন করছেন।
কর্ম জীবন
ডিজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির
‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন।
২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি
লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি।
তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট
কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।
এক নজরে নুসরাত ফারিয়া
জন্ম | :৮ সেপ্টেম্বর ১৯৯৩ চট্টগ্রাম, বাংলাদেশ |
---|---|
পেশা | :অভিনয়, মডেল, উপস্থাপনা, রেডিও জকি |
কার্যকাল | :২০১০–বর্তমান |
ধর্ম | :ইসলাম |
চলচ্চিত্র
নায়িকা মাহিয়া মাহীর
সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের
নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত
যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষনা করেন। তবে
প্রেমী ও প্রেমীই নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র নয়। ২০১৪ সালে রেদওয়ান রনি
পরিচালিত মরীচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ
হয়েছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু
হয়নি। বরং কিছুদিন পরে চলচ্চিত্রে নাম এবং পাত্র-পাত্রী বদল করে রেদওয়ান
রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন।
বছর | চলচ্চিত্র | রোল | কো-স্টার | পরিচালক | নোট | রেফঃ |
---|---|---|---|---|---|---|
২০১৫ | আশিকী | অঙ্কুশ হাজরা | অশোক পতি, আবদুল আজিজ | যৌথ | ||
২০১৬ | দাবানল | আরেফিন শুভ | ||||
২০১৬ | গোয়াহ | ইমরান হাশমী |
টেলিভিশন
শিরোনাম | সন | প্রচারকৃত চ্যানেল | টীকা | সুত্র |
---|---|---|---|---|
লাক্স স্টাইল চেক | ২০১৪ | এশিয়ান টিভি | ১৩ পর্ব | |
ফেয়ার এন্ড হ্যান্ডসাম : দ্যা আল্টিমেট ম্যান | ২০১৪ | চ্যানেল আই | ১৩ পর্ব | |
লেট নাইট কফি | ২০১৫ | চ্যানেল আই | চলছে |
0 comments:
Post a Comment