নূতন - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

নূতন

নূতন একজন বাংলাদেশী অভিনেত্রী।

চলচ্চিত্রে আগমন

নূতনের চলচ্চিত্র জগতে আগমন ঘটে ১৯৭০ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে।তারপর অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্রে জগত থেকে সাময়িক বিদায় নেন। ১৯৭৮ সালে অভিনেতা রুহুল আমিন বাবুলকে বিয়ে করে আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন।নূতন তাঁর ২৮ বছরের তারকা জীবনে প্রায় ২০০-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন।অধিকাংশ ছবিতে তিনি ছিলেন সহ নায়িকা।বিনোদন মূলক চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য তারকা ছিলেন নূতন।তিনি একজন দক্ষ অভিনেত্রীও ছিলেন।যে সমস্ত গুণাবলী একজন নায়িকার দরকার হয় তার সবই ছিল নূতনের।নৃত্যে তিনি অদ্বিতীয়া, চমকার ফিগার এবং সুন্দর মুখাবয়ব সবই ছিল তাঁর।

গ্রহণযোগ্যতা

৭০-এর দশকের নূতন কিছুটা ম্লান ছিলেন।৮০-এর দশকের তিনি যৌথ প্রযোজিত চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে থাকেন।৯০-এর দশকের প্রথমার্ধে নির্মাতারা তাঁকে একক নায়িকা হিসেবে আনার উদ্যোগ নেন।এক্ষেত্রে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘নাচে নাগিন’ ভালো ব্যবসা করে ও সুপারহিট হয়।তা সত্বেও শীর্ষ নায়িকাদের তালিকাতে তাঁর স্থান হয়নি।তাঁকে পর্দায় মাঝে মাঝে যৌনাবেদনাময়ী রূপ ফোটাতে গিয়ে ভ্যাম্পে পরিণত করা হয়েছে।তিনি ১৯৮৭ সালে এবং ১৯৯১ সালে বাচসাস এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 এক নজরে নূতন



পেশা :চলচ্চিত্র অভিনেত্রী
যে জন্য পরিচিত :চলচ্চিত্র অভিনেত্রী

উল্লেখযোগ্য ছবি

  • বনের রাজা টারজান (১৯৯৫)
  • বাঘা বাঘিনী (১৯৯৬)
  • নাচে নাগিন
  • নাগিনী সাপিনী
  • রূপসী নাগিন
  • স্ত্রীর পাওনা (১৯৯১)
  • রাজলক্ষ্ণী শ্রীকান্ত (১৯৮৭)
  • পাগলা রাজা
  • রাজদুলারী
  • নাগ নাগিনী
  • প্রহরী
  • নাচ নাগিনা নাচ
  • অত্যাচার
  • বারুদ
  • নাগিন
  • রাজনর্তকী
  • সতী নাগকন্যা
  • পাতাল বিজয়
  • ব্যবধান
  • নতুন প্রভাত
  • ওরা ১১ জন
  • সংগ্রাম
  • বাদশা
  • ফান্দে পড়িয়া বগা
  • প্রাণ সজনী
  • বদনাম
  • অলংকার
  • নাম্বার ওয়ান শাকিব খান (২০১০)
  • সৎভাই
  • কাবিন
Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment