রোজী আফসারী (ইংরেজি: Rosy Afsari) (যিনি রোজী সামাদ নামেও পরিচিত; প্রকৃত নাম: শামীমা আক্তার রোজী) একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ১৯৬৪ সালে অভিনয় শুরু করেন এবং ২০০৫ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়।
প্রাথমিক জীবন
শামীমা আক্তার রোজী ১৯৪৯ সালের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহন করেন।
কর্মজীবন
বাংলাদেশী সিনেমার 'সুবর্ণ যুগ' খ্যাত সময়ে তিনি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে আছে সূর্য গ্রহন, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম। তার অভিনয় ব্যাপক দর্শক নন্দিত হয়। তার অনন্য উপস্থিতি প্রায়ই ছায়াছবির প্রধান আগ্রহের বিষয় ছিল।
১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। প্রায় ৪ দশক ধরে তিনি প্রায় ৩৫০টি
চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের 'জাগে হুয়া সাবেরা', 'পুনম
কি রাত'সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে। তার অন্যান্য জনপ্রিয়
চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ওরা ১১ জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত ছবি 'পরম প্রিয়' ২০০৫ সালে মুক্তি পেয়েছিল।
এক নজরে শামীমা আক্তার রোজীঃ
জন্ম | :২৩ এপ্রিল ১৯৪৯ লক্ষ্মীপুর জেলা, বাংলাদেশ |
---|---|
মৃত্যু | :৯ মার্চ ২০০৭ (৫৭ বছর) |
জাতীয়তা | :বাংলাদেশী |
অন্য নাম | :রোজী সামাদ |
বংশোদ্ভূত | :বাঙালি |
নাগরিকত্ব | :বাংলাদেশী |
পেশা | :অভিনেত্রী, প্রযোজক |
কার্যকাল | :১৯৬২–২০০৫ |
দম্পতি | :মালেক আফসারী |
সন্তান | :রবি আফসারী ও কবিতা সামাদ |
পুরস্কার | :জহির রায়হান পদক; নিগার |
চলচ্চিত্রের তালিকা
বছর
|
ফিল্ম শিরোনাম
|
ভূমিকা
|
পরিচালক
|
কো-তারকা
|
নোট
|
1964
|
Eito জীবন
|
Jillur রহমান
|
আত্মপ্রকাশ ফিল্ম
|
||
Bondhon
|
|||||
সঙ্গম
|
জহির রায়হান
|
তারপর পাকিস্তানে প্রথম
রঙবৈশিষ্ট্য ফিল্ম
|
|||
অর Ghum থেকে নেহি
|
|||||
Jage হুয়া Savera
|
উর্দু ছায়াছবির
|
||||
Punamki রাত
|
উর্দু ছায়াছবির
|
||||
আইএসএস Dharti সমহার
|
|||||
Uljhan
|
|||||
Protikar
|
|||||
Gayer
Bodhu
|
|||||
Neel
Akasher কুলঙ্গি
|
রাজ্জাক , Kobori
|
||||
Kanch
Kata হীরা
|
রাজ্জাক, Kobori
|
||||
Kolomi
Lota
|
|||||
1968
|
Etotuku আশা
|
||||
1969
|
Qasam আমাদের
ওয়াক্ত কিশোরগঞ্জ
|
||||
1970
|
Jibon থেকে
নেয়া
|
সাথী
|
জহির রায়হান
|
রাজ্জাক, খান আতা
|
|
Ora Egaro জন
|
চাষী নজরুল ইসলাম
|
||||
1973
|
তিতাস Ekti নাদির নাম
|
ঋত্বিক ঘটক
|
|||
1974
|
আলোর Michhil
|
মিনা
|
নারায়ণ ঘোষ মিতা
|
ববিতা
|
|
1975
|
Lathial
|
নারায়ণ ঘোষ মিতা
|
আনোয়ার হোসেন , ফারুক
|
শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ
|
|
1976
|
সূর্য Grahan
|
শিরীন
|
|||
1977
|
রূপালী Soikote
|
আলমগীর কবির
|
|||
1978
|
Oshikkhito
|
রাজ্জাক
|
|||
গোলাপীর Ekhon Traine
|
গোলাপীর এর মাতার
|
আমজাদ হোসেন
|
ফারুক, ববিতা
|
||
Nagardola
|
|||||
1979
|
সূর্য সংগ্রাম
|
শিরীন
|
|||
বেলার Shesher Gaan থেকে
|
|||||
1986
|
আশা Nirasha
|
রোজী Afsari
|
|||
Khoma
|
মালেক Afsari
|
||||
1995
|
Ei গৌর Ei Songsar
|
সালমান শাহ , খলিল উল্লাহ খান
|
|||
2005
|
Porom প্রিয়
|
সর্বশেষ ফিল্ম
|
পুরস্কার
·
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য 1975
·
Bachsas পুরস্কার
·
জহির রায়হান পদক
·
নিগার পুরস্কার
মৃত্যু
রোজী, বারডেম হাসপাতালে মার্চ 9, 2007 তে মারা ঢাকা কিডনি ব্যর্থতার.
0 comments:
Post a Comment