আঁচল (জন্মঃ২৮ সেপ্টেম্বর) বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। ২০১১ সালে 'ভুল' চলচ্চিত্রে মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়।
বাল্যকাল
আঁচলের ছোটবেলা কেটেছে খুলনায়। সেখানের পাইওনিয়র গার্লস স্কুলের ছাত্রী ছিলেন তিনি। তিনি নাঁচ শিখেছেন আনন্দধারা একাডেমীতে। অষ্টম শ্রেণিতে থাকাকালীন অংশ নেন এসিআই গ্রুপের একটি বিজ্ঞাপনে। চিত্রনায়িকা শাবনূর-এর চরচ্চিত্র দেখে তিনি অভিনয়ের আগ্রহী হয়ে ওঠেন।
অভিনয় জীবন
২০১১ সালে ভুল এবং বেইলি রোড ছবি দুটি পরপর মুক্তি পায় আঁচলের। ছবি দুটিই ছিল বিকল্প ধারার। এরপর বাপ্পি চৌধুরী
এর বিপরীতে 'জটিল প্রেম' ছবিতে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক ধারার ছবিতে
অভিষেক হয় তার। শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত "কি প্রেম দেখাইলা"
চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। বর্তমানে তিনি শাকিব খান এর বিপরীতে 'ফাঁদ' ছবিতে অভিনয় করছে।
এক নজরে হাসনাহেনা আঁখি আঁচলঃ
জন্ম | :২৮ই সেপ্টেম্বর খুলনা, বাংলাদেশ |
---|---|
বাসস্থান | :ঢাকা |
জাতীয়তা | :বাংলাদেশি |
পেশা | :অভিনেত্রী |
কার্যকাল | :২০১১–বর্তমান |
উল্লেখযোগ্য কাজ | :বেইলী রোড |
ধর্ম | :ইসলাম |
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | পরিচালক | সহশিল্পী |
---|---|---|---|
২০১১ | ভুল | ||
২০১১ | বেইলী রোড | নিলয় | |
২০১২ | ভালবাসার রংধনু | নাঈম | |
২০১৩ | জটিল প্রেম | - | বাপ্পি চৌধুরী |
২০১৩ | প্রেম প্রেম পাগলামি | - | বাপ্পি চৌধুরী |
২০১৩ | কি প্রেম দেখাইলা | শাহ মোঃ সংগ্রাম | বাপ্পি চৌধুরী |
২০১৪ | ফাঁদ | - | শাকিব খান |
২০১৪ | আজব প্রেম | ওয়াজেদ আলী সুমন | বাপ্পি চৌধুরী |
২০১৪ | স্বপ্ন যে তুই | মনিরুল ইসলাম সোহেল | ইমন |
২০১৫ | কিস্তিমাত | আরেফিন শুভ |
0 comments:
Post a Comment