রোজিনা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে সিনেমার জগতে আসেন।
চলচ্চিত্রে আগমন
রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের মাধ্যমে বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’
সিনেমাতে সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ, কবীর
পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। এই
ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। রোজিনার বেশির ভাগ ছবিই
পোষাকী। সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে
নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে তিনি বাংলাদেশের সিনেমা জগত থেকে নির্বাসনে
আছেন এবং কলকাতায় চলে গেছেন। সেখানে বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন।
সন্মাননা
১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব
অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ
অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি
বাচসাস পুরষ্কারও লাভ করেন। বর্তমানে তিনি দেশের বাইরেই বাস করেন।
এক নজরে রোজিনাঃ
জন্ম | রেনু :১৯৫৫ সালে গোয়ালন্দ, রাজবাড়ী, বাংলাদেশ |
---|---|
বাসস্থান | :ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | :বাংলাদেশী |
পেশা | :অভিনেত্রী, মডেল |
যে জন্য পরিচিত | :চলচ্চিত্র অভিনেত্রী |
পিতা-মাতা | :দলিল উদ্দিন খোদেজা বেগম |
উল্লেখযোগ্য ছবি
Year | Film Title | Co-stars | ||
---|---|---|---|---|
1976 | "Rajmahal" | Wasim | ||
Rosher Baidani | Wasim | |||
Rajshinghashon" | Wasim | |||
Zarka | Wasim | |||
Tasher Ghor | Farooque | |||
Shukher Shangshar | Farooque | |||
Janota Express | Farooque | |||
Matshakannya | Farooque | |||
Dolna | Alamgir | |||
Bouma | Alamgir | |||
1988 | Koshai | |||
Jibondhara | ||||
Suruj Mia | ||||
Chokher Moni | ||||
Sonar Cheya Dami | ||||
Matir Manush | ||||
Shohor Theke Dure | ||||
Obhijaan | Nayok Raj Razzak | |||
Anarkali | ||||
Bini Sutar Mala | ||||
Rakhe Allah Mare Ke | ||||
Sohag Milon | ||||
Sath Maa | ||||
Hironpasha | Sohel Rana | |||
Bondhu Amar | Zafar Iqbal | |||
Chor Police Dakat | Ujjal | |||
Ghor Bari Nasib | Ujjal | |||
Goli Theke Rajpath | ||||
Shiri Farhad | ||||
Bhaggalipi | ||||
Daku O Darbesh | ||||
Warish | ||||
Rangin Rupban | ||||
Hasu Amar Hasu | ||||
Razia Sultana | ||||
Sabuj Mia | ||||
2004 | Rakkhushi | Ferdous Ahmed |
সন্মাননা
National Film Awards
- Best Actress - Koshai (1988 )
Meril Prothom Alo Awards
- Critics Choice Best Film Actress - Rakkhushi (2004)
0 comments:
Post a Comment