রোকেয়া প্রাচী - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

রোকেয়া প্রাচী

রোকেয়া প্রাচী (ইংরেজি: Rokeya Pracy) একজন বাংলাদেশী অভিনেত্রী ও আবৃত্তিকার।

শৈশব

রোকেয়া প্রাচীর শৈশব কাটে ঢাকার মিরপুরে। তিনি ঢাকার 'আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয়' থেকে মাধ্যমিক ও পরে 'লালমাটিয়া কলেজ' থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হোন।

অভিনয় জীবন

বাংলাদেশ টেলিভিশনে 'জয় পরাজয়' নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে 'দুখাই' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয়। উল্লেখ্য তার পরপর তিনটি ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছিলো।

পুরস্কার ও সম্মাননা

রোকেয়া প্রাচী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিক বার মনোনিত ও পুরস্কৃত হয়েছেন।

পুরষ্কারসমূহ

Year Award Category   Film     Result
১৯৯৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী    দুখাই      জয়ী'
১৯৯৯ সমালোচনা পুরস্কার সেরা অভিনেত্রী     চর       জয়ী'
২০০৮ লাক্স চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ড সেরা পার্শ্ব অভিনেত্রী স্বপ্নডানায় জয়ী'

অভিনীত চলচ্চিত্র

Year             Title   Role Notes
১৯৯৭              দুখাই

২০০২              মাটির ময়না আয়েশা বিবি
২০০৬              অন্তর্যাত্রা

২০০৭               সপ্নডানায় মুক্তা
২০১০               মনের মানুষ লালনের মা

             অন্ধ নিরাঙ্গম লালনের মা
২০১৩              গাড়িওয়ালা

২০১৩              শিখণ্ডী কথা

Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment