জান্নাতুল ফেরদৌস মিষ্টি (ইংরেজি ভাষায়: Zannatul Ferdous Misty, জন্ম: ২ সেপ্টেম্বর) একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক। বর্তমানে মিষ্টির একটি চলচ্চিত্র তুই আমার মুক্তির অপেক্ষায় রয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তুই আমার রানি এবং তামিল ও ভোজপুরি রংবাজ খিলাড়ি তে অভিনয় করছেন মিষ্টি।
মিষ্টি জান্নাত
|
জন্ম
|
জান্নাতুল ফেরদৌস মিষ্টি
২ সেপ্টেম্বর খুলনা, বাংলাদেশ |
জাতীয়তা
|
বাংলাদেশী
|
জাতিসত্তা
|
বাঙালি
|
পেশা
|
অভিনেত্রী
|
কার্যকাল
|
২০১৪ - বর্তমান
|
উল্লেখযোগ্য কাজ
|
লাভ স্টেশন
|
আদি শহর
|
খুলনা
|
ধর্ম
|
ইসলাম
|
ব্যক্তিজীবন
|
২ সেপ্টেম্বর খুলনায় মিষ্টির জন্ম। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন তিনি।
অভিনয় জীবন
|
সাল
|
ছবির নাম
|
ভাষা
|
ধরণ
|
পরিচালক
|
সহ-অভিনেতা
|
২০১৪
|
লাভ স্টেশন
|
বাংলা
|
রোমান্স অ্যাকশন
|
শাহদাত হোসেন লিটন
|
বাপ্পি চৌধুরী, শাহনূর
|
২০১৫
|
চিনি বিবি
|
বাংলা
|
রোমান্স অ্যাকশন
|
নজরুল ইসলাম বাবু
|
জয় চৌধুরী, অমিত হাসান, আনোয়ারা, আলীরাজ
|
২০১৭
|
তুই আমার
|
বাংলা
|
রোমান্স অ্যাকশন
|
সজল আহমেদ
|
সায়মন সাদিক, আলী রাজ, বিপাশা কবির
|
0 comments:
Post a Comment