মাসুমা রহমান নাবিলা - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

মাসুমা রহমান নাবিলা

মাসুমা রহমান নাবিলা একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী ২০০৬- টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তাঁর প্রথম চলচ্চিত্র আয়নাবাজি তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ২০১৬- অনুষ্ঠেয়আয়নাবাজিছবিতে অভিনয়ের জন্য দর্শকদের ভোটে তিনি ২১ এপ্রিল, ২০১৭- মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হন প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করেই তিনি মেরিল-প্রথম পুরস্কারে জিতে নেন তিনি


প্রারম্ভের জীবন

নাবিলা জেদ্দা, সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা লুৎফর রহমান সেখানে একটি বেসরকারি ফার্মে একজন নিরীক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দায় পড়াশোনা করেন। এবং তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) শেষ করে ঢাকায় চলে আসেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমাপ্ত এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে তার বিএ (অনার্স) সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে তার মা ভাইবোনদের সঙ্গে ঢাকায় বসবাস করছেন

মডেলিং

নাবিলার মডেলিংয়ে আত্নপ্রকাশ ঘটে ২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত একটি সার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে। এছাড়া তিনি ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি,রবি,ডাবর ভাটিকা হেয়ার অয়েল,আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাঁকে মডেল হিসেবে দেখা যায়। তিনি ভাটিকা ন্যাচারালস ইউরোপের জন্য একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনিত হন

মাসুমা রহমান নাবিলা
জন্ম
এপ্রিল
জেদ্দা, সৌদি আরব
জাতীয়তা
বাংলাদেশি
শিক্ষা
স্নাতকোত্তর
শিক্ষা প্রতিষ্ঠান
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
পেশা
উপস্থাপক, মডেল, অভিনেত্রী
কার্যকাল
২০০৬বর্তমান
উল্লেখযোগ্য কাজ
আয়নাবাজি (বাংলাদেশী চলচ্চিত্র)
আদি শহর
চট্টগ্রাম, বাংলাদেশ
পিতা-মাতা(গণ)
লুৎফর রহমান(পিতা)
শাহানা চৌধুরী(মাতা)

টেলিভিশন কর্মজীবন

২০০৬- বাংলাভিশনের এবং ক্লাসের বাইরে নামক একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাবিলার পথ চলা শুরু হয়।এর পর তিনি এনটিভির লাইভ কুইজ অনুষ্ঠান জানার আছে বলার আছে এবং বাংলাভিশনে প্রচারিত আরজে নিরবের সঙ্গে করেন ‘মিউজিক টুগেদার’ [অনুষ্ঠানটি একই সঙ্গে রেডিও টুডে-তেও প্রচার করা হয়’] তিনি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান এবং আইসিসি বিশ্ব টোয়েন্টি ২০ থেকে ১০০ দিনের কাউন্টডাউনে উপস্থাপনা করেছেন। ২০১১ সালে আরটিভিতে প্রচারিতএক্সট্রা ইনিংসপরবর্তীসময়েডায়মন্ড ওয়ার্ল্ড লাকি লাইন এশিয়ান টিভিরস্টার ডান্সঅনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ পরিচিতি পান নাবিলা। টিভি অনুষ্ঠান ছাড়াও তিনি বিভিন্ন কর্পোরেট শো সরকারি-বেসরকারি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। নাবিলা জিটিভিতে একটি নাটক ফাইভ ফিমেল ফ্রেন্ডস  তার নিজের চরিত্রের উপর অভিনয় করেছেন। এই নাটকে অন্য অভিনেত্রী হলো শ্রীয়া সর্বজয়াজান্নাতুল ফেরদৌস পিয়াডিজে সোনিকা এবং মারিয়া নূর এই নাটক মাবরুর রশিদ বান্নাহইমরাউল রাফাত এবং গৌতম কৌরি দ্বারা পরিচালিত হয়

টেলিভিশন
বছর
শিরোনাম
চরিত্র
চ্যানেল
ব্যাখ্যা
২০০৬২০০৭
এবং ক্লাসের বাইরে
উপস্থাপনা
বাংলাভিশন
স্কুল গেম শো
২০০৭
ভোক্যব
উপস্থাপনা
বাংলাভিশন
কুইজ শো
২০০৮২০১১
জানার আছে বলার আছে
উপস্থাপনা
এনটিভি
লাইভ কুইজ শো
২০১০২০১২
মিউজিক টুগেদার
উপস্থাপনা
বাংলাভিশন
লাইভ মিউজিকাল শো
২০১১
হীপ হীপ হুররে
উপস্থাপনা
এনটিভি
লাইভ কুইজ শো
২০১১২০১৩
লাকি লাইন
উপস্থাপনা
আরটিভি
লাইভ কুইজ শো
২০১১
ক্লেমন এক্সট্রা ইনিংস
উপস্থাপনা
আরটিভি
আই সি সি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর ক্রিকেট বিশ্লেষণ মূলক অনুষ্ঠান
২০১২
সিং উইথ এম এল টি আর
উপস্থাপনা
চ্যানেল নাইন
মিউজিক্যাল রিয়ালিটি শো 
২০১২
রবি সেরা প্রতিভা
উপস্থাপনা
মাছরাঙা টেলিভিশান
সংগীত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান contest
২০১৩
বি পি এল উদ্বোধনী অনুষ্ঠান
উপস্থাপনা
চ্যানেল নাইন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ উদ্বোধনী অনুষ্ঠান
২০১৩
স্টার ডান্স
উপস্থাপনা
Asian TV
নৃত্যানুষ্ঠান
২০১৩
ব্রাক ব্যাংক মেঘে ঢাকা তারা
উপস্থাপনা
Maasranga Television
নৃত্য এবং সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
২০১৩
রাতের তারা
উপস্থাপনা
Asian TV
তারকাদের আলাপচারিতা বিষয়ক অনুষ্ঠান
২০১৪
দি মিউজিক ট্রেন
উপস্থাপনা
Boishakhi TV
লাইভ মিউজিক্যাল শো
২০১৪
টি টোয়োন্টি ক্রিকেট ব্লাস্ট
উপস্থাপনা
Gazi Television
ক্রিকেট শো
২০১৪
ডাবর আমলা এক্সটা অর্ডিনারি
উপস্থাপনা
RTV
রুপচর্চা বিষয়ক অনুষ্ঠান
২০১৪
আরটিভি স্টার এ্যাওয়ার্ড
উপস্থাপনা
RTV
Award ceremony
২০১৪
ইফাদ মরুর ইফদার
উপস্থাপনা
RTV
ভ্রমন এবং রান্না বিষয়ক অনুুষ্ঠান
২০১৪
হরলিকস ফ্যামেলী নিউট্রি শো
উপস্থাপনা
NTV Banglavision Ekushey Television Desh TV
রান্না বিষয়ক অনুষ্ঠান
২০১৪
মার্কস অলরাউন্ডার
উপস্থাপনা
NTV
ট্যালেন্ট হান্ট কম্পিটিশন
২০১৪
দেখিয়ে দাও কুইজ কনটেষ্ট
উপস্থাপনা
Independent Television (Bangladesh)
কুইজ কনটেষ্ট
২০১৫
কিউট পাবলিক স্পোটস মাস্টার ক্রিকফ্রিক
উপস্থাপনা
Gazi Television
কুইজ শো
২০১৫
ইফাদ মরুর ইফতার
উপস্থাপনা
RTV
ভ্রমন এবং রান্না বিষয়ক অনুুষ্ঠান
২০১৫
উজান গাঙের নাইয়ামৌসুম
উপস্থাপনা
ATN Bangla
বি বি সি এর জনসচেতনতা মূলক নাটক উজান গাঙের নাইয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠান
২০১৫
নোভা স্টার মোমেন্টস
উপস্থাপনা
ATN Bangla
তারকাদের আলাপচারিতা বিষয়ক অনুষ্ঠান
২০১৬
উজান গাঙের নাইয়ামৌসুম
উপস্থাপনা
ATN Bangla
বি বি সি এর জনসচেতনতা মূলক নাটক উজান গাঙের নাইয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠান
২০১৬
"সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগমৌসুম
উপস্থাপনা
Channel i
মিউজিকাল রিয়ালিটি শো
২০১৭
"এক ডিশ দুই কুক"
উপস্থাপনা
একুশে টেলিভিশন
কুকিং রিয়ালিটি শো


টিভি ধারাবাহিক


বছর
নাটক
সহ-অভিনেতা
পরিচালক
চ্যানেল
২০১৫
ফাইভ ফিমেল ফ্রেন্ডস
শ্রীয়া সর্বজয়া, জান্নাতুল ঠেরদৌস প্রিয়া, ডিজে সনিকা এবং মারিয়া নূর
মাবরুর রশিদ বান্নাহ, ইমরুল ররাফাত, গৌতম কৌরি
গাজী টেলিভিশন


চলচ্চিত্র

নাবিলা আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। টিভি বিজ্ঞাপন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এটি নির্মাণ করেন। ছবিটি হাফ স্টপ ডাউনের প্রযোজনায় এতে চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান এবং গাওসুল আলম শাওন সহ আরো অন্যান্যরা অভিনয় করেছেন। ছবিটি ৩০ সেপ্টেম্বর ২০১৬ মুক্তি পায়

বছর
শিরোনাম
পরিচালক
সহ-অভিনেতা

২০১৬
আয়নাবাজি
অমিতাভ রেজা চৌধুরী
চঞ্চল চৌধুরীপার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান এবং গাওসুল আলম শাওন



বিজ্ঞাপন





বছর
শিরোনাম
ব্যান্ড
২০১১
রবি স্বাধীনতা
রবি
২০১২
ফেয়ার এন্ড লাভলী
ফেয়ার এন্ড লাভলি (প্রসাধনী)
২০১৩
বাংলালিংক ৩জি
বাংলালিংক
২০১৪
ডাভর ভাটিকা ন্যাচারালস নারকেল তেল
ডাবর ভাটিকা
২০১৪
আমিন জুয়েলার্স
আমিন জুয়েলার্স


পুরস্কার মনোনয়ন


বছর
পুরস্কার
শ্রেণী
চলচ্চিত্র
ফলাফল
২০১৬
মেরিল-প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী
আয়নাবাজি
বিজয়ী
২০১৬
মেরিল-প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়)
সেরা নবাগত নারী
আয়নাবাজি
মনোনীত


Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment