ফাল্গুনি রহমান জলি (জন্মঃ ২৪ আগস্ট, ১৯৮৯) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি তার কর্মজীবন শুরু করেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অঙ্গার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যা ২০১৬ সালে মুক্তি পায়। তার পরবর্তী চলচ্চিত্র নিয়তিতে তিনি আরিফিন শুভ এর বিপরীতে অভিনয় করেন।
ফাল্গুনি রহমান জলি
|
জন্ম
|
২৪ আগস্ট ১৯৮৯
সাভার, ঢাকা, বাংলাদেশ |
বাসস্থান
|
ঢাকা, বাংলাদেশ
|
জাতীয়তা
|
বাংলাদেশি
|
জাতিসত্তা
|
বাংঙ্গালি
|
নাগরিকত্ব
|
বাংলাদেশ
|
পেশা
|
চলচ্চিত্র অভিনেত্রী,
মডেল |
কার্যকাল
|
২০১৫-বর্তমান
|
ধর্ম
|
ইসলাম
|
প্রারম্ভিক জীবন
|
ফাল্গুনি রহমান জলি (ইংরেজি ভাষায়: Falguni Rahman Jolly) বনপুকুর, সাভার, ঢাকায় ২৪শে আগস্ট, ১৯৮৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। চার ভাই-বোনের মধ্য জলি তৃতীয়। তার বাবা সেলিম চৌধুরী ব্যবসায়ী এবং মা শাহীন চৌধুরী গৃহণী। ঢাকাতেই তিনি বড় হয়েছেন। ছোটবেলায় শিশু একাডেমী থেকে নাচ ও গান শিখেছেন। জাজ মাল্টিমিডিয়ার সাথে যুক্ত হবার পর তাদেরই উদ্যোগে ভারত গিয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহন করেন।
চলচ্চিত্র
|
অঙ্গার
|
নিয়তি
|
0 comments:
Post a Comment