পরীমনি - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

পরীমনি

পরীমনি (জন্ম: ১৯৯২) হলেন একজন বাংলাদেশী মডেল অভিনেত্রী২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।






জন্ম ও প্রাথমিক জীবন

পরীমনি সাতক্ষীরা জেলায় ১৯৯২ সালে জন্মগ্রহন করেন। জন্মকালে উনার নাম রাখা হয় শামসুন্নাহার স্মৃতি। ছোটবেলায় মা সালমা সুলতানাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে, এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। বর্তমানে সাতক্ষীরা সরকারী কলেজে বাংলা বিভাগে সন্মান তৃতীয় বর্ষের ছাত্রী। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শিখেন।

পরীমনি
জন্ম
শামসুন্নাহার স্মৃতি
২৪ অক্টোবর ১৯৯২ (বয়স ২৪)
সাতক্ষীরা , খুলনা, বাংলাদেশ
বাসস্থান
ঢাকা, বাংলাদেশ
পেশা
মডেল, অভিনেত্রী
কার্যকাল
২০১৫ - বর্তমান
ধর্ম
ইসলাম


অভিনয় জীবন


পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র।কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন।২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, ইনোসেন্ট লাভ, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী।২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মনএছাড়া আর রয়েছে শামীমুল ইসলামের আমার প্রেম আমার প্রিয়া, গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল, মালেক আফসারীর অন্তর জ্বালা, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে এবং সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ, সোনা বন্ধু, কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, বুকের মাঝে প্রেমের আগুন, ও শফিক হাসানের ধূমকেতুতাছাড়া জনপ্রিয় হবার পর পরীমণি বেশ কয়েকটি টিভি বিঙ্গাপনে অভিনয় করেছেন (লাক্স,স্যান্ডেলিনা,ওয়াল্টন ইত্যাদি) ।
চলচ্চিত্রের তালিকা

বছর
চলচ্চিত্র
চরিত্র
পরিচালক
সহ-শিল্পী
টীকা
২০১৫
ভালোবাসা সীমাহীন

শাহ আলম মন্ডল
জায়েদ খান, আনিসুর রহমান মিলন
প্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র

পাগলা দিওয়ানা

ওয়াজেদ আলী সুমন
শাহরিয়াজ, অমৃতা খান


আরো ভালোবাসবো তোমায়
পরী
এস এ হক অলীক
শাকিব খান


লাভার নাম্বার ওয়ান
দোলা
ফারুক ওমর
বাপ্পি চৌধুরী, তানিয়া বৃষ্টি


নগর মাস্তান

রকিবুল আলম রকিব
জায়েদ খান, শাহরিয়াজ, তিতান চৌধুরী


মহুয়া সুন্দরী
ছবি/মহুয়া
রওশন আরা নীপা
সুমিত
লোককাহিনী 'মৈমনসিংহ গীতিকা' অবলম্বনে নির্মিত

আমার মন জুরে তুই





ইনোসেন্ট লাভ

অপূর্ব, রানা
জেফ


সারপ্রাইজ

এফআই মানিক



প্রবাসী ডন

শাহীন-সুমন



ভালবাসার অনেক জ্বালা

ফারুক ওমর


২০১৬
মন জানেনা মনের ঠিকানা
মায়া
মুশফিকুর রহমান গুলজার
ফেরদৌস, মৌসুমী, শিরিন শিলা


পুড়ে যায় মন

অপূর্ব, রানা
সায়মন সাদিক


রক্ত
পরী/সানিয়া
ওয়াজেদ আলী সুমন
রোশান
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র

মন জ্বলে

দেবাশীষ বিশ্বাস
সায়মন সাদিক


পাষাণ

সৈকত নাসির


 

সমালোচনা

 

পরীমনির বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়। ৩১শে জানুয়ারি ২০১৭ সালে ফেইসবুকে ইসমাইল নামে একজনের সাথে পরীমনির ছবি নিয়ে সামাজিক যোগাযোগের সাইটটিতে বেশ আলোচনা হয় যদিও পরীমনি বিষয়টি অস্বীকার করেন। এছাড়াও সংবাদকর্মীদের তার বিয়ে নিয়ে করা প্রশ্নে পরীমনির দেওয়া জবাব নিয়ে তিনি সমালোচনার সম্মুখীন হন ও তার সামাজিক দায়বদ্ধতা নিয়েও অনেকে প্রশ্ন করেন। ধূমকেতু ছবির পোস্টারে ব্যবহৃত পরীমনির ছবি নিয়েও বিতর্ক হয়। অনেকেই অভিযোগ করে এটি একটি হিন্দি চলচ্চিত্রে ব্যবহৃত অন্য একজন নায়িকার ছবি যেখানে পরীমিন মুখটি বসিয়ে দেওয়া হয়েছে। যদিও পরীমনি বিষয়টি অস্বীকার করেন কিন্তু ছবির ছবির পরিচালক শফিক হাসান পোস্টার সম্পর্কে বলেন, ‘পোস্টারে নায়িকার ছবি এভাবে আসার কারণে ছবি সম্পর্কে আলোচনা হচ্ছে। এটা ছবির প্রচারের জন্য ভালো।’

পুরস্কার

বাবিসাস পুরস্কার


আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী
মহুয়া সুন্দরী
২০১৫

Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment