সুচরিতা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। সুচরিতার আসল নাম বেবী হেলেন। ১৯৬৯ সালে শিশু শিল্পী হিসেবে বাবুল ছবিতে প্রথম অভিনয় করেন। নায়িকা হিসেবে স্বীকৃতি ছবিতে প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে। ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত যাদুর বাঁশী ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দেয়।
চলচ্চিত্রে আগমন
|
সুচরিতা একজন শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম কাজ করেন যখন তাঁর নাম ছিল বেবী হেলেন। ‘বাবলু’ চলচ্চিত্রে তিনি শিশু শিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। নায়িকা হিসেবে সুচরিতা প্রথম অভিনয় করেন আজিজুর রহমান পরিচালিত ‘স্বীকৃতি’ ছবিতে। প্রথমদিকে তিনি খুব একটা সফল না হলেও পরে ভালোই জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে জায়গা করে নেন। রোমান্টিক চলচ্চিত্রে তাঁর সাথে জুটি গড়ে ওঠে ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম এবং উজ্জ্বলের সাথে। সুচরিতার চমৎকার শারীরিক অবয়ব এবং ফটোজেনিক চেহারা তাঁকে একটা শক্ত ভীত গড়ে দেয়। তিনি একজন সু-অভিনেত্রীও ছিলেন। ক্যারিয়ারের এক জনপ্রিয় মূহুর্তে তিনি বিয়ে করেন চিত্র নায়ক জসিমকে। তবে এই সংসার বেশি দিন টেকেনি এবং তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন। এ সময় তিনি বেশ কিছু বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।z
উল্লেখযোগ্য চলচ্চিত্র
|
·
জীবন নৌকা
|
·
জনি
|
·
রঙ্গীন জরিনা সুন্দরী
|
·
ডাকু মনসুর
|
·
এখোনো অনেক রাত
|
·
হাঙ্গর নদী গ্রেনেড
|
·
কথা দিলাম
|
·
ত্রাস
|
·
দাঙ্গা
|
·
নাগর দোলা
|
·
দি ফাদার
|
·
বাল্য
শিক্ষা
|
·
বদলা
|
·
গাদ্দার
|
·
দুনিয়াদারী
|
·
মোহাম্মদ
আলী
|
·
রকি
|
·
যাদুর বাঁশী
|
·
মাস্তান
|
·
তাল বেতাল
|
·
সমাপ্তি
|
·
জানোয়ার
|
·
আলোর পথে
|
·
ছক্কা পাঞ্জা
|
·
সোনার হরিণ
|
·
সোনার
তরী
|
·
আসামী
|
·
তুফান
|
·
নদের চাঁদ
|
·
ঘর-সংসার
|
·
কুদরত
|
·
সাক্ষী
|
·
আঁখি মিলন
|
0 comments:
Post a Comment