রিচি সোলায়মান একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি ৪০ টির বেশি বাংলা ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।
রিচি সোলায়মান
|
|
জন্ম
|
ঈশ্বরদী, পাবনা
|
জাতীয়তা
|
বাংলাদেশী
|
পেশা
|
অভিনেত্রী
|
শৈশব
|
রিচি সোলায়মান বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম. এম. সোলায়মান একজন ব্যবসায়ী। তিনি সেন্ট জুড বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষাগ্রহণের পর পর তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
সম্পন্ন করেন।
কর্মজীবন
|
সোলায়মান ৪০ টিরও বেশি টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ কাজ করেছেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নীরব প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
চলচ্চিত্র
|
নীরব প্রেম (অমুক্তিপ্রাপ্ত
জানুয়ারি ১৩ অনুযায়ী)
|
টেলিভিশন
|
আবেগ
|
সোনার ময়না পাখি
|
সুখতারা
|
ফুচকা বিলাস
|
0 comments:
Post a Comment