নুসরাত ইমরোজ তিশা ( জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৮৬,) বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন।
নুসরাত ইমরোজ তিশা
|
|
জন্ম
|
ফেব্রুয়ারি ২০, ১৯৮৬ (বয়স ৩১)
রাজশাহী, বাংলাদেশ
|
জাতীয়তা
|
বাংলাদেশী
|
নাগরিকত্ব
|
বাংলাদেশ
|
পেশা
|
টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী
|
কার্যকাল
|
২০০৩–বর্তমান
|
ধর্ম
|
ইসলাম
|
দাম্পত্য সঙ্গী
|
মোস্তফা সরয়ার ফারুকী (বি. ২০১০)
|
পুরস্কার
|
মেরিল-প্রথম আলো পুরস্কার
|
প্রাথমিক জীবন
|
১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। ১৯৯৭ সালে অনন্ত হীরার সাতপেড়ে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা এঞ্জেল ফোর নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন।
চলচ্চিত্রের তালিকা
|
|||||
বছর
|
চলচ্চিত্র
|
চরিত্র
|
পরিচালক
|
সহশিল্পী
|
টীকা
|
২০০৯
|
থার্ড
পারসন সিঙ্গুলার নাম্বার
|
রুবা
হক
|
মোস্তফা
সরয়ার ফারুকী
|
মোশাররফ
করিম, তপু
|
বিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ
চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক)
|
২০১০
|
রানওয়ে
|
সেলিনা
|
তারেক
মাসুদ
|
||
২০১১
|
বাহাত্তর ঘন্টা
|
সুমনা
|
মাকসুদ
হোসেন
|
আবুল
কালাম আজাদ
|
|
২০১২
|
টেলিভিশন
|
কোহিনুর
|
মোস্তফা
সরয়ার ফারুকী
|
চঞ্চল
চৌধুরী, মোশাররফ করিম
|
|
২০১৪
|
ডুবোশহর
|
মোস্তফা
সরয়ার ফারুকী
|
|||
২০১৬
|
অস্তিত্ব
|
পরী
|
অনন্য
মামুন
|
আরিফিন
শুভ, নিঝুম রুবিনা
|
|
ডুব
|
সাবেরী
|
মোস্তফা
সরয়ার ফারুকী
|
ইরফান
খান
|
নির্মাণাধীন
|
নাটকসমূহ
|
এক-পর্বের
নাটক
|
নুরুল হুদা একদা ভালবেসেছিল
|
অরন্যে জ্যোৎস্না
|
লাইফ
|
পূর্ণ দৈর্ঘ্য
|
এলো মেলো মন
|
মুনিরা
মফস্বলে
|
ঈদের
টিকেট
|
মিথ্যুক
|
অপারেশান ইনানি রয়্যাল রিসোর্ট
|
প্রযত্নে ভালবাসা
|
ডারউইন
|
গোল্ডেন
রেশিও
|
ক্যারাম
প্রথম পত্র
|
ক্যারাম
দ্বিতীয় পত্র
|
নিশি
যাপন গেস্ট হাউস
|
রাত্রি
ও নখত্তের মাঝখানে
|
সেভেন
ডেইস
|
আজকের
দেবদাস
|
একটি
প্র্যভাটে নাম্বার
|
এপার্টমেন্ট লেটার
|
বৃষ্টি
অথবা কান্না
|
বৃষ্টি
তোমাকে দিলাম
|
ছোট্ট
শহরের স্বপ্ন
|
দুরের
মানুষ
|
ঈদের
টিকেট
|
একুশের
চিঠি
|
ফেলু
কাজল
|
ফিরে
আসো সুন্দরিতমা
|
ফরথ সাবজেক্ট
|
হয়তোবা
|
জল সাপে
|
কারিগর
|
খসরু
প্লাস ময়না
|
কবি ও যন্তর মন্তর
|
লেট নাইট শো
|
লস্ট
অ্যান্ড ফাউন্ড
|
লাইফ
|
ময়না
তদন্ত
|
নিলাঞ্জনা
|
নিলঅরজনা
|
নাট বল্টু
|
অবশেষে
|
অন্য
আলোয় মানুষ গুলো
|
পাঞ্জা
|
পল্টিবাজ
|
পূর্ণদৈর্ঘ্য বাঙ্গলা নাটক
|
সাদা
মন ধুসুর পৃথিবী
|
সবুজ
নক্ষত
|
সম্পুরনা
|
সরি
|
দ্যা
রেইন
|
তনু
|
টাই ব্রেকার
|
তিন পৃথিবীর মানুষ
|
তবুও
বসন্ত
|
উন মানুষ
|
ভালবাসার উল্টো পিঠ
|
ভালবাসি
তাই
|
ভূত গাড়ি
|
ভোরের
শিশির
|
আকাশী
রঙের দোলনা
|
কমলা
রাঙা রোদ
|
নুরুল
হুদা একদা ভালবেসেছিল
|
ধারাবাহিক
নাটক
|
৪২০
|
গ্র্যাজুয়েট
|
পুতুল
খেলা
|
এম ইন লাইফ
|
ধান শালিকের গাঁও
|
বাবার
হোটেল
|
ইট কাঠের খাঁচা
|
মাইক
|
মুকিম
ব্রাদার্স
|
নিথুয়া
পাথরে
|
সিরিজ
নাটক
|
আরমান
ভাই
|
আরমান
ভাই কয়া পারছে
|
আরমান
ভাই ফাইস্যা গেছে
|
আরমান
ভাই বিরাট টেনশনে
|
আরমান
ভাই দি জেন্টেলম্যান
|
আরমান
ভাই হানিমুনে
|
সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি
|
ব্যক্তিগত জীবন
|
|
![]() |
চিত্রনায়িকা তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী |
ব্যাক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পুরস্কার ও সম্মননা
|
১৯৯৫
সালে নতুন কুঁড়ির জাতীয় পুরুস্কার
|
মেরিল-প্রথম আলো পুরস্কার
|
শ্রেষ্ঠ
টিভি অভিনয়শিল্পী (নারী) (তারকা জরিপ) - ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪,২০১৫, ২০১৬
|
শ্রেষ্ঠ
টিভি অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - ২০১১, ২০১৫
|
শ্রেষ্ঠ
চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - ২০০৯
|
সেরা
মডেল (নারী) - ২০০৫
|
CZFV পুরষ্কারপ্রাপ্ত (২০০৪-২০০৫)
|
চ্যানেল
আই -এর দুবাই পুরস্কার
|
এনটিভি
-এর লন্ডন পুরস্কার
|
0 comments:
Post a Comment