নায়লা নাঈম - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

নায়লা নাঈম

নায়লা নাঈম (ইংরেজি ভাষায়: Naila Nayem; জন্মঃ ডিসেম্বর ১৪, ১৯৮৬) একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং চিকিৎসক। র‌্যাম্প মডেল হিসেবে শোবিজের মাধ্যমে কার কর্মজীবনের শুরু হয়, এবং পরর্তীতে তিনি বাংলাদেশী চলচ্চিত্রে শিল্পে যুক্ত হন।



নায়লা নাঈম

জন্ম নায়লা নাঈম
ডিসেম্বর ১৪, ১৯৮৬ (বয়স ৩০)
বরিশাল, বাংলাদেশ
জাতীয়তা
বাংলাদেশী
জাতিসত্তা
বাঙালী
নাগরিকত্ব
বাংলাদেশী
শিক্ষা প্রতিষ্ঠান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
পেশা
মডেল, অভিনেত্রী, চিকিৎসক
কার্যকাল
২০১৩-বর্তমান
উচ্চতা
 ফু ৪ ইঞ্চি (১.৬৩ মি)
চুলের রঙ
গাড়ো বাদামী
চোখের রঙ
গাড়ো বাদামী

প্রাথমিক জীবন

নাঈম ১৪ ডিসেম্বর ১৯৮৬ সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কাটে ঢাকার বিভাগের মাদারীপুর জেলায়। তিনি ২০১২ সালে ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গণ স্বাস্থ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন

নাঈম পেশায় একজন দন্তচিকিৎসক হলেও বিনোদন কর্মজীবনে তার পদার্পন ঘটে মডেলিংয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে একজন শোবিজরে জগতের একজন র‌্যাম্প মডেল হিসেবে তার বিনোদোন কর্মজীবনের শুরু। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন।একজন ফ্যাশন মডেল হিসেবে, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিঙাপনে কাজ করেছেন তিনি। এছাড়া তিনি দেশী-বিদেশী বিভিন্ন পোষাক পণ্যের মডেল হয়েছেন। শোবিজ জগতে আসার কিছুদিনের মধ্যে তিনি জনপ্রিয়তা আর্জন করেন। পরবর্তিতে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন।এরপর ভাইকিংস সঙ্গীতদলের তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি কাজী হায়াত পরিচালিত মারুফ টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়ও তিনি ফুডপান্ডা প্রচারণায় অংশ নেন।

আলোচনা

কর্মজীবনে বিভিন্ন সময় পোশাক রপ্তানীকারক প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্যে এবং ভার্চুয়াল জগতে খোলামেলা বেশ কিছু স্থিরচিত্র প্রকাশের কারণে তিনি আলোচনায় আসেন। বিভিন্ন সময় সমালোচনার প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, "আমি পর্নো স্টার নই"।

 

চলচ্চিত্র তালিকা

 

বছর
শিরোনাম
চরিত্র
ভাষা
টীকা
২০১৪
রান আউট
ক্যামিও চরিত্রে উপস্থিতি
বাংলা

২০১৬
মারুফ টাকা ধরে না

বাংলা

২০১৬
রাত্রীর যাত্রী

বাংলা

 

টেলিভিশন নাটক তালিকা

 

বছর
শিরোনামের
বছর
শিরোনামের
২০১৩
ঘাট বাবু নিতাই চন্দ্র
২০১৩
ঘাট বাবু নিতাই চন্দ্র
২০১৫
মাস্তি আনলিমিটেড
২০১৫
মাস্তি আনলিমিটেড


মিউজিক ভিডিও





কত ভালোবাসি - ২০১৪
ভোট ফর ঠোঁট - ২০১৫ (প্রীতম আহমেদ সহকারে)
সিটি ওভার নাইট
বন্ধু তুমি জানো না কতো ভালবাসি তোমাকে


Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment