লায়লা হাসান - বিশ্ব মিডিয়া জগৎ

Recent Post

লায়লা হাসান


লায়লা হাসান (জন্মঃ ১৯৪৬একজন বাংলাদেশি কোরিওগ্রাফারনৃত্যশিল্পী এবংঅভিনেত্রী  
বাংলাদেশ সরকার শিল্পক্ষেত্রে তার অবদানের কথা চিন্তা করে তাঁকে একুশে পদকে ভূষিত হন 
লায়লা হাসান
জন্ম
১৯৪৬ (বয়স ৭০৭১)
শিক্ষা
এমএ (দর্শন)
শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়
পেশা
নৃত্যশিল্পী, অভিনেত্রী
দাম্পত্য সঙ্গী
সৈয়দ হাসান ইমাম

শিক্ষা
 হাসান ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে দর্শনে এমএ করেন।
কর্মজীবন
হাসান প্রখ্যাত নৃত্যশিল্পী মণিবর্ধন মহাশয়অজিত সান্যালবাবু রাম সিংহজিএ মান্নান এবং বাফার শমর ভট্টাচার্য্য প্রমুখের কাছে শিক্ষাগ্রহণ করেনতিনি১৯৮০-৮৫ কালপর্বে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান "রুমঝুমএর উপস্থাপিকা ছিলেন।ঐ অনুষ্ঠান থেকেইবর্তমানের জনপ্রিয় তারকা ঈশিতাতারিনশ্রাবন্তীরিয়া এবং রিচি উঠে আসেহাসান থিয়েটারটেলিভিশন নাটকচলচ্চিত্রে অভিনয় করেছেন।
 কঙ্কাবতীর ঘাটেরক্তকরবীছুটিমায়ার খেলারাজা রাণীতাসের দেশস্বর্গ হতে বিদায়শ্যামল মাটির ধরাতলেনীল দর্পনদত্তকেরানির জীবনটেমিং অব দ্য শ্রু এবং নকশী কাথার মাঠ ইত্যাদি বিষয়ে তিনি অনুষ্ঠান করেছেন। 
 তার টিভি নাটকগুলো হল মন পবনের নাওকাজল রেখাভেলুয়া সুন্দরীমহুয়া,রাণী ভবানীর পথরত্নদ্বীপপাশাপাশি এবং আশ্চর্য এক রাতের গল্পতার অভিনীত চলচ্চিত্রগুলো হল ঘরে বাইরেএই তো প্রেম ইত্যাদি।তিনি নৃত্যসংঘ "নটরাজপ্রতিষ্ঠা করেন ১৯৯০ সালে।১৯৯৬ সালে নটরাজ থিয়েটার এবং নাঈম হাসান সুয়জার সাথে মঞ্চনাটক করতে শুরু করে। 
 লায়লা হাসান নটরাজের সভাপতি এবং সুজা সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন।লায়লা বাংলা একাডেমি এবং ওয়েস্ট বেঙ্গল ডান্স ফেডারেশনের আজীবন সদস্য।তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য এবং বাংলাদেশ নৃত্য শিল্পী সংঘের সভাপতিতিনি নৃত্যবিষয়ক হৃদয়ে বাজে নূপুর (১৯৯৬এবং চারুকলা বিষয়ে মোহনরূপে গ্রন্থ রচনা করেন
ব্যক্তিজীবন



লায়লা হাসান হাসান ইমামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।হাসানের মোট ছয় ভাইবোন রয়েছে। অভিনেত্রী ডেইজি আহমেদ তার এক বোন।
পুরস্কার

বাচসাস পুরস্কার (২০০১)
কাজী মাহবুব উল্লাহ বেগম জেবুন্নেচ্ছা ট্রাস্ট পুরস্কার (২০০১)
একুশে পদক (২০১০)



Share on Google Plus

About World Media Jogot

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment